নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

অপপ্রচারের জবাবে------------

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

শাহবাগের আন্দোলনকে কেউ কেউ দলীয় বলে প্রচার করতে চাইছে। ওখানে নাকি ছাত্রলীগ আছে। ওওয়ামী ঘরানার বুদ্ধিজীবী আছে। তাই সেটা আওয়ামী লীগের চাল এমন কথাই কেউ কেউ বলছে। কিন্তু সেখানে কি আর কোনো দল ছিল না? ন্যাপ, কমিউনিস্ট পার্টি, বাসদ তারাও তো ছিল, তাহলে কি সেটা বামদের আয়োজন হয়ে গেল? ওখানে কি কেউ কোনো দলের নিজস্ব স্লোগান দিয়েছে? আমি এমন কথা শুনি নাই। বরং হানিফ সাহেব, সাজেদা চৌধুরি বিব্রত হযেছেন। আওয়ামী চাল হলে কি তা হতো?

যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তারা তো সেখানে যাবে না কেন? সাদেক হোসেন খোকা, এমাজউদ্দিন তারা তো যেতে পারতেন। মুক্তিযুদ্ধের পক্ষে গেলেই আওয়ামী লীগার হয়ে যাবে এমন কথা বলার অর্থ হলো নিজেদের বিরোধীপক্ষ মনে করা। আর যদি দলীয় কারণে কেউ না যান তাহলে আর করার কি আছে। আওয়ামী ঘরানার অনেকেই আবার এটি তাদের সফলতা বলে জাহির করতে চান। আসলে সাধারণ জনতার সফলতাকে কেউ বড় করে দেখতে চায় না। যারা এর মাঝে দলের গন্ধ খোজেন তারা আসলে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত আন্দোলনকে অপমানিত করেন। তাদেরকে ধিক।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

পুংটা বলেছেন: শাহবাগে আমি আছি... শাহবাগ আমার... আমার দল... তোমার কোন অসুবিধা আছে...???? চুে চুে চুে দেব... রাজাকার চুে দেব B-))

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

রেজা সিদ্দিক বলেছেন: সহমত। যারা জানেন না তাদের জন্যই জবাব। আমি হৃদয় দিয়ে জানি শাহবাদ আম জনতার, তারুণ্যের।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

মিজান আফতাব বলেছেন: জামাত-শিবিরের আরেকটি অপপ্রচার "ম খ আলমগীর ও খন্দকার মোশাররফ যুদ্ধাপরাধী"

Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

রেজা সিদ্দিক বলেছেন: তারা যদি এটা প্রমাণ করতে পারে, তাহলে তারা আদালতে যাক, স্বাক্ষ্যপ্রমাণ জমা দিক। প্রয়োজনে তাদেরও বিচার হোক।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

সেজুতি_শিপু বলেছেন: শাহবাগ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা ।

তরুন প্রজন্ম-জাগ্রত আছে এদেশকে ভালবেসে ।
এদেশকে- দেশের জনগনকে- আর রাজনীতি দাবার গুটি ভেবে যেমন খুশী চাল দেবার দিন ফুরিয়ে আসছে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রেজা সিদ্দিক বলেছেন: সহমত

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

আগে নাকি ভালো ছিলাম বলেছেন: কোন রাজনৈতিক দল না থাকলেই ভাল, নয়ত দেখবেন,

"চাইলাম পুত, পাইলাম পুত্রা "'র মত অবস্থা হইব।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রেজা সিদ্দিক বলেছেন: যা বলেছেন।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

শার্লক বলেছেন: কোন মহৎ কাজে বাঁধা আসবেই সেগুলোকে জয় করেই এগিয়ে যেতে হবে আমাদের।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

রেজা সিদ্দিক বলেছেন: সেই স্বপ্নটাই দেখি।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

হারানো ওয়াছিম বলেছেন: সহমত। আর শাহাবাগে যারা গেছে তারা কোন না কোন দল সাপোর্ট করে এবং তারা হত নির্বাচনে কাউকে না কাউকে ভোট দিয়েছে...... কিন্তু শাহাবাগে যখন গিয়েছে তখন কিসের দল, তখন কথা একটাই, বাংলাদেশি। আর যারা এই দেশের বিরূদ্ধে তাদের বিরুদ্ধে হাত মুষ্ঠি বদ্ধ করেছে, কোন দলের হয়ে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

রেজা সিদ্দিক বলেছেন: এটাই কেউ বুঝতে চায় না। দলের বাইরেও যে প্রতিটি মানুষের একটা মন আছে সেটা বোঝাটাও দরকার।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.