নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

কথার কথা? নাকি বাজে কথা?

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

একজন মানুষ যখন মানবিক আচরণ করে না তখন সে আর মানুষ থাকে না। আমারা বলি সে পশু হয়ে গেছে।

একজন মুসলমান যদি আল্লাহ রাসুলকে না মানেন -- তখন তো সে আর মুসলমান নয়।

একজন যুক্তিযোদ্ধা যদি যুদ্ধ করেও থাকেন এবং তিনি যখন স্বাধীনতার চেতনা ধারণ করেন না তখন তাকেও মুক্তিযোদ্ধা বলা যায় না।

মানুষ সদা পরিবর্তনশীল--

একজন মানব যেমন দানব হতে পারেন তেমনি দানবও মানুষ হয়ে উঠতে পারেন।

একজন অধার্মিক ব্যক্তি ধার্মিক হতে পারেন আবার ধার্মিক নাম লেখাতে পারেন অধার্মিকের তালিকায়।

একজন মুক্তিযোদ্ধাও দেশ বিরোধী হতে পারেন-- আবার দেশপ্রেমিক ছিলেন না এমন লোকও হতে পারেন দেশপ্রেমিক।

পরিবর্তনশীলতার এই সুত্র আমরা অস্বীকার করতে পারি না। আর সব পরিবর্তনশীলতাই প্রগতিশীলতা নয়।





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

রওনকআলিম বলেছেন: আওয়ামী ছাগু কোথাকার।
আওয়ামীলিগের বোরোধিতা করলেই রাজাকার, আর ৭১-এ জাজাকারদের বেতন দিয়া এখন আওয়ামীলিগ করলেই বীর-মুক্তিযোদ্ধা!!!

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

রেজা সিদ্দিক বলেছেন: কাকে বললেন? কথা বুঝতে না পারলে উত্তর দেন কেন?
কে যে কি তাতা কথাতেই বোঝা যায়।

২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

প্রকৌশলী আতিক বলেছেন: আওয়ামী ডায়লগ

একজন রাজাকার সর্বদাই রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নয়।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রেজা সিদ্দিক বলেছেন: বিজ্ঞানের সুত্র কিন্তা তা বলে না। মানুষের আচরণ তো তার বড় প্রমাণ।
কেউ যদি পুরোনো পাপ স্বীকার করে শুদ্ধ হতে চায় তবে তাকে সে সুযোগ দিতে পারেন। আর যদি কোনো পবিত্র মনের মানুষ পরে অপবিত্র আচরণ করেন তখনও কি তাকে পবিত্র বলা যাবে?
কি যানি যার যার মত তো তার তার কাছে।

৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারে বিচার হবেই ....

আপনার কথায় যুক্তি আছে......ধন্যবাদ ... ভাল থাকবেন....

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.