![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদল বলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে।
অপর দল বলে জনগণ বিরোধী দলকে প্রত্যাখ্যান করছে।
জনগণটা কে? কোন জনগণ কাকে গ্রহণ করলো আর কোন জনগণ কাকে প্রত্যাখ্যান করলো?
আসল জনগণ এর সংজ্ঞাটা কি?
সরকার যাদের জনগণ মনে করে তারা তো তাদের সমর্থক আর বিরোধী দল যাদেরকে জনগণ বলে তারাও জনগণ নয় তারা তাদের দলের সমর্থক।
কোনো নির্বাচনে যে দল হারে, তখন যে পরিমাণ ভোট তারা পায় সেটাই তাদের সমর্থন।
আসল জনগণ তো তারাই যাদের ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়।
নিজের দলের সমর্থন ছাপিয়ে যখন দোদুল্যমান ভোট আদায় করে নির্বাচনে জয় নিশ্চিত নয়। তার মনে দোদুল্যমাণ ভোটারাই প্রকৃত জনগণ।
আমাদের মতো আমজনতারাই কিন্তু প্রকৃত জনগণ। অতএব যখন কেউ জনগণের নামে কোনো কথা বলবেন তখন নিশ্চয়ই আমজনতার মত নিতে হবে। তবে বলা যাবে জনগণ কার পক্ষে।
আমজনতার মত না নিয়ে সব কিছুই জনগণের নামে চাপিয়ে দেওয়াটা একটা বড় ধরণের রাজনৈতিক ভন্ডামি।
©somewhere in net ltd.