![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল মহামান্য প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মরদেহ ঢাকায় এসেছে। লক্ষ মানুষ নিবেদন করেছেন তার প্রতি শ্রদ্ধা। টিভি চ্যানেলগুলোর সুবাদে ঘরে বসে আমরাও দেখতে পেয়েছি। বিনম্র শ্রদ্ধা তাঁর স্মৃতির প্রতি।
আজ ভৈরবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হলো। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের এই দৃশ্য অসাধারণ। ভাল মানুষের প্রতি মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসা এখনো আছে। লক্ষ মানুষের এই শ্রদ্ধা নিবেদন আর কবে দেখবো জানি না।
তবে টিভি চ্যানেলগুলোর অধিক বকবকানি বিরক্ত ধরিয়ে দিয়েছে। স্বস্তি পেলাম একমাত্র সময় টিভি দেখে। কোনো ধারা বর্ণনা ছিল না-- জনসমুদ্রে মানুষের নিরবতাই ছিল অনেক বেশি হৃদয়গ্রাহী।
টিভি চ্যানেলগুলোতে আজকাল ধারা বর্ণনা প্রদানের প্রবণতা বেশি। অশুদ্ধ বাক্যগঠন, কথার মাঝে খেই হারিয়ে এ্যা এ্যা করা আসলেই বিরক্তিকর।
বিশেষত যখন চিত্রগ্রাহকরা যখন সুন্দর ভাবে পুরো বিষয়টিকে তুলে আসছেন তখন কোনো কিছু না বলাটাই অনেক কিছু বলা।
নিরবতারও যে একটা ভাষা আছে তা এদের বোঝাবে কে?
©somewhere in net ltd.