![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের রানা প্লাজার স্তুপের নিচে হাজারো মানুষ। কেউ বা লাশ, আবার কেউ বা লাশ হওয়ার প্রতিক্ষায়। চোখের সামনে চাপা পড়া মানুষ। উদ্ধারে ব্যতিব্যস্ত। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যারা উদ্ধারকর্মী তাদেরও চোখের জল আটকে রাখা কঠিন।
কত লাশ, ৫০ একশ, বা তার বেশি।
এরা তো আমাদের স্বজন, ভাই, বোন, মা, কন্যা। যাদের কর্মের গৌরবে দেশ উপার্জন করে অর্থ, সন্তানের জোটে ভাত, কাপড়।
সাভারের এই ঘটনা আমার জন্য ভয়ানক কষ্টের। আমি সাভারের শিক্ষক। অনেক ছেলে মেয়ে আছে যাদের ভাই, বাবা, মা কাজ করেন গার্মেণ্টস-এ। যারা চলে গেছেন বা যারা আহত হলেন তাদের কেউ না কেউ তো পরোক্ষভাবে আমার পরিবারের সদস্য!
আমার প্রতিদিন যাওয়া আসার পথে এই রানা প্লাজা। কয়দিন আগেও জায়গাটা খালি ছিল। কবে যেন দেখি বিশাল কাঠামো। সাভারের সেই চেহারা তো এখন আর নেই। অনেক উন্নত হয়েছে। কিন্তু ভিতর ভিতর ঘুন ধরেছে তা কে জানে।
মনোজগত উন্নত না হলে যে কিছুই উন্নত হয় না সেটা তো সবাই বোঝে না। কারণ আমার যতটা মনে হয় দালানের বয়স ১০ বছরও হয় নাই, তাহলে এটা ভেঙ্গে যাওয়ার মতো বিষয়ও না যদি তা সঠিকভাবে তৈরি হয়ে থাকে।
এর আগে আগুণে পুড়ে মরেছে অসংখ্য মানুষ, মাটি নিচে দেবে গেছে বিশাল দালান, এবার চোখের সামনে পাখির মতো কাতরাতে কাতরাতে মানুষ মারা যাচ্ছে আর হাজারো মানুষ পারছে না সেখানে কিছু করতে।
বৃহস্পতিবার শোক দিবস ঘোষণা করা হয়েছে। মানুষ শ্রদ্ধ জানাবে। দোআ করবে তাদের রুহের। কিন্তু যার উপার্জনে সংসারটি চলতো সে সংসার কেমনে চলবে? যার মা বাবা চলে গেলো- সে কি ফিরে পাবে তার মা বাবা কে?
এই ঘটনায় অনেক ছাত্র হয়তো ঝরে পড়বে পড়াশুনা থেকে। অনেকের স্বপ্ন ধূলায় মিশে যাবে রানা প্লাজার মতো। অনেকের জীবন আবার সাজাতে হবে নতুন করে। কিন্তু ভিতরের ক্ষত তো কখনো শুকাবে না।
আমি নিজে অন্তত কখনোই ভুলতে পারবো না এই ভয়ানক ঘটনা। কারণ এরা তো আমাদেরই লোক। আমাদেরই পরিবারেরই সদস্য।
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
রেজা সিদ্দিক বলেছেন: মানুষের কষ্ট না লেগে পারে না। । আপনাকে ধন্যবাদ
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
লাবনী আক্তার বলেছেন: মনোজগত উন্নত না হলে যে কিছুই উন্নত হয় না সেটা তো সবাই বোঝে না
সহমত ।
কিন্তু যার উপার্জনে সংসারটি চলতো সে সংসার কেমনে চলবে? যার মা বাবা চলে গেলো- সে কি ফিরে পাবে তার মা বাবা কে?
ই ঘটনায় অনেক ছাত্র হয়তো ঝরে পড়বে পড়াশুনা থেকে। অনেকের স্বপ্ন ধূলায় মিশে যাবে রানা প্লাজার মতো। অনেকের জীবন আবার সাজাতে হবে নতুন করে। কিন্তু ভিতরের ক্ষত তো কখনো শুকাবে না।
আসলেই এই ক্ষত কখনো শুকাবার নয়।
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি নিজে অন্তত কখনোই ভুলতে পারবো না এই ভয়ানক ঘটনা। কারণ এরা তো আমাদেরই লোক। আমাদেরই পরিবারেরই সদস্য।
সহমত
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
রেজা সিদ্দিক বলেছেন: সমবেদনা প্রকাশের জন্য ধন্যবাদ
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
বাউন্ডুলের গল্প বলেছেন: View this link
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪
রেজা সিদ্দিক বলেছেন: দেখলাম। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এসএমফারুক৮৮ বলেছেন: দেখে খুব কস্ট লাগছে ।