![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষি খামার কেন ব্যর্থ হয়?
কৃষি ব্যবসায় বা খামার পরিচালনা আসলেই একটি লাভজনক কার্যক্রম। তারপরও দেখা যায় কেউ কেউ সফলতা পাচ্ছেন আবার কারো কারো সফলতা আসছে না। আসলে- ব্যবস্থাপনার সীমাবদ্ধতাই খামার ব্যর্থতার প্রধান কারণ।
আমাদের দেশে যারা পূঁজি বিনিয়োগ করে খামার করেন তাঁরা অনেক সময়ই খামারের মিশ্রণটি সঠিকভাবে করতে পারেন না। কতটুকু জমিতে কিসের খামার হচ্ছে এবং সেখানে কতজন লোক কাজ করতে পারে এ নিয়ে কোনো বৈজ্ঞানিক তথ্য নেই। শিল্প ক্ষেত্রে যেমন একটি মেশিনে কয়জন ব্যক্তি কাজ করবে সেটা সুনির্দিষ্টভাবে বলা যায়- কিন্তু একটি ৫ একরের মাছের খামারে কয়জন লোক লাগবে- সেটা সুনির্দিষ্ট ভাবে বলা যায় না। যে কারণে উদ্যোক্তা সঠিক পরিকল্পনাটিই করতে পারেন না।
আবার খামার পরিচালনা করতে হলে কতকগুলো স্ট্রাটেজিক নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করতে হয়। উদ্যোক্তা যদি নিজে খামারে অবস্থান না করেন তাহলে এই স্ট্রাটেজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন না। গরুর খবার, মাছের খাবার, বা জমির খাদ্য চুরি হলে কেউ অভিযোগ করবে না- কিন্তু নির্দিষ্ট সময় শেষে দেখা যাবে কাঙ্খিত ফল আসছে না। তখন কিন্তু আসলেই অনেক দেরি হয়ে গেছে।
প্রতিদিন যত খামার জন্ম হয়- সমসংখ্যক খামার কিন্তু বন্ধ হয়ে যায়। জন্ম মৃত্যুর রেকর্ড না থাকার কারণে সঠিক হিসাবটি কারো কাছে নেই।
তবে কৃষি খামারের ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা না থাকায় ব্যবসায়ের ক্ষেত্রে তেমন উপাত্ত পাওয়া যায় না। কৃষিবিদরা উৎপাদনের দৃষ্টিতে খামার বা প্রকল্প রচনা করেন, আর ব্যবসায়ীরা দেখেন বিনিয়োগ ও মুনাফার দৃষ্টিতে। একটি কারিগরী বিষয় হিসেবে এই দুয়ের সমন্বয়টা খুব জরুরি। যেটা অধিকাংশ খামারী করতে পারেন না। যারা পারেন না তারাই ব্যর্থ হন। যারা পারেন- তারাই হয়ে ওঠেন সফল উদ্যোক্তা।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫
রেজা সিদ্দিক বলেছেন: এর কারণ হিসেবে দেখবেন- মামা কোনো এক বিষয়কে বার বার মিস করেছেন। আর সেটা ধরতে না পারার কারণেই লোকসান হয়েছে।
২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
ভাল্লুক আকবর বলেছেন: রেজা ভাই আমি কিছুদিন পর ছোট পরিসরে সমন্বিত মৎস্য খামার করতে যাবো। আপনার মত অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে কথা বলতে পারলে খুব ভাল হত। আপনার সাথে কি কোন ভাবে যোগাযোগ করা সম্ভব?
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২
রেজা সিদ্দিক বলেছেন: আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার ইমেইল হলো
[email protected]
[email protected]
৩| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি তো সফলতার গল্প বেশি শোনান- দু একটা ব্যর্থতার গল্প্ও শোনাবেন আশা করি।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১
রেজা সিদ্দিক বলেছেন: একেবারে যে দেখাই না তা নয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৬
কালোপরী বলেছেন: আমার মামার মাছের খামার ছিল কিন্তু বারবার লস যাওয়ার কারনে বন্ধ করে দিতে হচ্ছে