নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

ঈদ উল আযহার গরু কেনার ক্ষেত্রে সাবধানতা!!!

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ঈদ উল আযহাকে কেন্দ্র করে গরু মোটাতাজা করনের নামে অনেকে গুরুকে স্টেরয়েড দিচ্ছেন। এটা খাদ্যে ভেজাল দেওয়ার মতোই একটি কাজ। গরুকে যারা স্টেরয়েড জাতীয় জিনিস খাওয়ান তারা নিজেরাই গরুকে নিয়ে বিপদে পড়েন। কারণ এই স্টেরয়েড গরুর প্রশ্রাব কমিয়ে দেয় এবং প্রশ্রাব জমে শরীরে ফুলে ওঠে। কিডনী রোগে আক্রান্ত মানুষের যেমন শরীরের পানি জমে। গরুর ক্ষেত্রেও তেমনি জমে। আপনি স্বাস্থ্যবান মনে করে রোগ আক্রান্ত গরু কিনছেন কিনা সেটা ভেবে দেখতে পারেন। এই গরুগুলোর জীবন হুমকীতে। যে কোনো সময় প্রচন্ড দৈহিক চাপে সে মারা যেতে পারে। যদি এই গরু ঈদের সময় বিক্রী না হয় তাহলে পাইকার বা খামারীরাও বিপদে পড়েন কারণ গরুকে বাঁচানোটাই কঠিন।

অতএব- স্টেরয়েড জাতীয় উপকরণ খাওয়ানো থেকে সকলকে বিরত রাখার চেষ্টা করা প্রয়োজন এবং একই সাথে সরকারের উচিত এগুলো নিষিদ্ধ করা। খামারী ও জনগণ উভয়ের স্বার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা উচিত।

গরু কেনার সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন গরুটি স্বাস্থ্যবান কিনা।

১, শরীর টিপে দেখুন- এটা টাইট না আঙুল ডেবে যায়। ভাল গরুর শরীরে টিপ দিলে আঙুল দেবে্ যাবে না।

২.প্রশ্রাব পায়খানার হার লক্ষ্য করুন। এটা কম মানে সে অসুস্থ।

৩. গরুর আচরণ- কি স্বাভাবিক না অস্বাভাবিক? রোগাক্রান্ত গরু তার নিজের শরীর টেনে নিতে পারে না। বা তার চলতে কষ্ট হয়।

৪. তার শরীর চোখ উজ্জল কিনা।

এগুলো দেখে গরু কিনুন। আর সকলকে সচেতন করুন যাতে স্টেরয়েড জাতীয় উপাদান গরুকে না দেয়।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বটের ফল বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

রেজা সিদ্দিক বলেছেন: বিষয়টি সবাইকে জানানো দরকার।

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: অতীব গুরুত্বপূর্ণ পোস্ট

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

কালোপরী বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট :)

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

দুরদেশী বালক বলেছেন: পোস্ট টা স্টিকিি হওয়া দরকার। ঈদের পূর্ব পর্যন্ত এটি থাকা উচিত

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ। এটা আমার বিষয়তো নয়। মডারেটরদের বিষয়।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মোটা করা এই গরুগুলো কোরবানির সময় বিক্রি না হলে দুয়েক মাসের মধ্যেই মরা ধরে ।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

রেজা সিদ্দিক বলেছেন: আর এ্ কাজটা করে ব্যবসায়ীরা। বিক্রীর ১৫ দিন আগে থেকে কাজটা শুরু করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.