![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবরোধ সফল হয়েছে অতএবং জনগণ আমাদের সাথে আছে। অবরোধে রেললাইটন উৎপাটন, গাড়ী পুড়ানো- মানুষকের গ্রীল কাবাব বানানো- সেটা দুস্কৃতকারীদের কাজ। সরকার তাদের ধরছে না কেন সেটাই প্রশ্ন। - বিরোধী দল
আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয় নাই। কেবল বিরোধীদলের সহিংসতাতেই এমন কিছু বিচিছন্ন ঘটনা ঘটছে।- সরকারি দল
আসলে এটা আমাদের জাজীয় অভ্যাস:
পরীক্ষায় ফলাফল খারাপ- মাস্টার সাহেব ভাল করে খাতা দেখে নাই
অফিসে প্রমোশন হয় নাই- টাকা না দিলে কি আর প্রমোশন হয়?
চাকুরি হয় নাই- মামা চাচার জোর না থাকলে চাকরি কেন হবে?
নির্বাচনে হেরে গেছি- কারচুবি করে হারানো হয়েছে।
আসলে নিজের দোষটা বা সীমাবদ্ধতাটা স্বীকার করার মতো কোনো সৎসাহস আমাদের নেই।
আমরা অন্যের গুণটা একেবারেই দেখতে পাই না। নিজের দোষটাও তাই দেখি না।
অন্যের গুণ যদি দেখার অভ্যাস তৈরি হয় তাহলে নিজের ১০টা দোষও বের হয়ে আসে। তখনই বাড়ে অপরকে সম্মান করার মানসিকতা।
আসুন:
প্রতিপক্ষের দুইটা গুণ খুঁজি আর নিজের দুইটা দোষ দেখি। সমস্যার সমাধান করা কঠিন হবে না।
কিন্তু সমস্যা হলো: নিজের গুণের আর অন্যের দোষের কোনো শেষ নাই- এই বিশ্বাসটাই বড় হয়ে আছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪
রেজা সিদ্দিক বলেছেন: আমারো তাই বিশ্বাস
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
বেনিটিশ গাঙচিল বলেছেন: এই তো সব ঝামেলার মূলে ভাই।