![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাকিবকে নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। শাকিব নাকি বলেছেন তিনি প্রয়োজনে দেশের হয়ে খেলবেন না। একারণে সবাই ক্ষেপেছেন তার উপর। প্রশ্ন উঠছে দেশপ্রেম নিয়ে।
ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা অন্যের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তার আগে তাদের নিজেদের দেশপ্রেমের পরীক্ষা দেওয়া উচিত। কয়দিন আগেও তো পাকিস্তান- অস্ট্রেলিয়া আর ভারতের নতজানু নীতিতে সমর্থন দিয়ে এলেন তারা। আর কোচের কথার উপর নির্ভর করে শাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা সঠিক কিনা সেটাও প্রশ্নবিদ্ধ।
কথার কথা হিসেবে অনেক কথাই বলা যায়্। তাই বলে সব কথার মেরিট এক কি না সেটা ভাবা উচিত। রাগের মাথায় কে কি বললো সেটা নিয়ে বড় কর্তাদের মাথা গরম না করাই ভাল। কোচ কি এমন কথা বললেন- যে তার উত্তরে শাকিব খেলা ছেড়ে দেওয়ার হুমকি দেয়? এমন চাকরি ছেড়ে দেওয়ার হুমকি তো আমরা অহরহই দেই। কারণের পিছনের কারণটা না দেখে পাবলিকলি এত কথার কেনো প্রয়োজন ছিল না।বোর্ডের কর্মকর্তারা খেলোয়াড়দের প্রতিপক্ষ ভাবছেন? একবার ভাবুন তো এই খেলোয়াড়দের কল্যানেই তো আপনারা অমন স্থানে।
শাকিব যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হওয়াই উচিত। এ নিয়ে কোনো বিতর্ক নেই। তবে বোর্ড এমন কোচ নির্বাচন করেছে যার প্রতি খেলোয়ারদের শ্রদ্ধা নাই- ( অন্তত শাকিবের কাছে নেই)। এটা তো বোর্ডেরই দুর্বলতা। যে কোচ খেলা শেখানোর বদলে প্রশাসনিক বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে তার ব্যবস্থাপকীয় দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।
চিলে কান নিয়ে গেছে এমন শোনার পর সবাই চিলের পিছনে দৌড়ানো শুরু করেছে- নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে কি না? শাকিবকে গালাগালি করে মনের ঝাল মেটানো যায়- তবে তার কারণে ভবিষ্যতে লজ্জাবোধ যাতে সৃষ্টি না হয় সেটাও দেখা দরকার।
০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮
রেজা সিদ্দিক বলেছেন: শাকিব কি করেছে সেটা সেই বলতে পারবে। তবে তার কাছ থেকে কোনো কিছু না শুনে নিজেরা যা খুশী বলা ঠিক হবে না।
শাকিবের অপরাধে শাকিব শাস্তি পেলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখন এমন কিছু বলা ঠিক হবে না যাতে নিজেরাই আবার লজ্জা পাই।
২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৯
রাতুল_শাহ বলেছেন: আমার মনে হয় বিসিবিকে আগে সংশোধন করা দরকার। তাদের প্রয়োজনের অতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ করা উচিত।
ক্রিকেটার আর মিডিয়ার মাঝে যথেষ্ঠ দূরত্ব রাখা উচিত।
মিডিয়া ক্রিকেটারদের নিয়ে বেশি মাতামাতি করার ফলে কেউ ধ্বংস হচ্ছে, আবার কেউ মাথায় উঠছে।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫
রেজা সিদ্দিক বলেছেন: বিসিবি? ওটা কো নিজেই একটা দুষ্টচক্র'
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৪
হেডস্যার বলেছেন:
বিসিবি'র কর্তাব্যক্তিরা খারাপ সেই বিষয়ে কোন সন্দেহ নাই, বিসিবিতে মেলা ঘাপলা আছে।
তাই বইলা সাকিব যা করছে বা বলছে সেইটা হালাল হইয়া যায় নাই। দোষ করছে, শাস্তি পাবে। কথা শেষ।
আর কোচ নির্বাচন বিসিবি'র কাজ, সাকিব আর খেলোয়াড়দের কাজ কোচের কথা মত কাজ করা।
মাষ্টারের উপ্রে মাষ্টারি করতে তো প্রবলেম। কি কন??