![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাইগারদের কাছে প্রত্যাশা
নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ জিততে পারে নি। কিন্তু হেরেছে সেটাও বলা যাবে না। নিউজিল্যান্ডের হোমগ্রাউন্ডে এত কষ্ট করে নিউজিল্যান্ডকে জিততে হবে সেটা নিউজিল্যান্ড প্রত্যাশা করেনি। কারণ এই ম্যাচে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করতে হয়েছে সবচেয়ে বেশি ওভার খেলতে হয়েছে এবং বাংলােদেশের সব খেলোয়াড়কে আউট করতে পারেনি। অথচ আগের খেলাগুলোতে এমনটি হয়নি। আগের খেলাতে নিউজিল্যান্ড বেশ আয়েশ করেই জিতেছে। আর এবার জিতেছে ভাগ্যকে সহায় করে অনেক সাধনা করে।
বাংলাদেশ এখন যে কোনো বড় দলের ঘাড়ের উপর নিশ্বাস ফেলতে পারে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের সাথে। নক আউট পর্ব সবার জন্যই অনিশ্চিত। সেই দিনটা যদি বাংলাদেশ ভাল খেলে তাহলে চলে যাবে সেমি ফাইনালে। আজকের খেলা দেখে অনেকেই এটা বলেছেন বাংলাদেশ সেমিফাইনাল বা ফাইনাল খেলার আশা করতেই পারে।
আমাদের আশা হলো- বাংলাদেশ ভাল খেলবে- সবার সমীহ জাগাবে- দেশের মানুষের আবেগের সম্মান রাখবে।
অনেক শুভকামনা এই দলের প্রতি। ১৯ মার্চ এর কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের হবে- এটিই প্রত্যাশা
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৪
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ। প্রত্যাশা থাকবেই
২| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫
দুরদেশী বালক বলেছেন: বাংলাদেশ ভাল খেলেছে।
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫০
সরদার হারুন বলেছেন: আমি মনে করি আমরা হারিনি আমাদের হারিয়েছে আমপেয়ার । খেলার শেষের দিকে রুবেলের আউটা ইচ্ছা করে বা ভুল বসত আমপেয়ার দেন নি।
কিন্তু রিভিউতে দেখা যায় যে নিউজিণ্যন্ডের ব্যটস ম্যান পরিস্কার আউট হয়েছে ।
যদি এ অাউট,টা বাংলাদেশ পেত তাহলে অবস্যই জিততো ।
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৪
রেজা সিদ্দিক বলেছেন: সবকিছুই খেলার অংশ। অতএব কষ্ট রাখার দরকার নেই।
তবে মানুষের মনটা জয় করেছে সেটাই বড় কথা।
৪| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অতীব সত্য কথন
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৪
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
দলের জন্য শুভেচ্ছা
১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২০
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩
ডিজ৪০৩ বলেছেন: আমাদের ষোল কোটি মানুষের আশা কখনও বিফল হয় নাই, আশা রাখি এবারও হবে না । সবার দোয়ায় আমদের প্রত্যাশা পূরণ হবে ।