![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য কাব্য
তোমরা ভাল থেলা জানো মাঠের ভিতর বাইরে
তোমার খেলার তুলনাটা আর তো দেখি নাইরে
বিশ্ব তোমার হাতের মুঠোয়- বদলে দাও মাঠ
বিশেষ বিমান- বিশেষ হোটেল আরামদায়ক খাট
তোমার আছে ১০০ কোটি, হাজার কোটির বায়না
ধনী লোকের পায়ের ধুলো কেই বা আবার চায়না?
খেলার চালক- গাড়ীর চালক- পরিচালক সব
তোমার জন্য করতে থাকে হুক্কা হুয়া রব
এমনি তুমি ভালোই পারো- কেন কর বড়াই
তোমার দিকে তাকিয়ে দেখো লাজ পেয়েছে সবাই
এমনি ভাবে জিততে গিয়ে কত যুক্তি লাগে
খেলার চেয়ে যুক্তি উক্তি বেশি ভেসে থাকে
তাহলে আর খেলবে কেনো- পাওয়ার নিয়েই থাকো?
ঘোষনা দিয়েই পদকগুলো নিজের কাছেই রাখো।
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২০
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: চমৎকার বলেছেন।
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২০
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
দুরদেশী বালক বলেছেন: যা বলেছেন