নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

নির্বোধদের জন্য

১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

পোষাকটাকে বড় করার কোনো দরকার নেই।
পহেলা বৈশাখের ঘটনায় এমন কথা কেউ বলেনি যে ক্ষতিগ্রস্থ নারী উগ্র পোষাকে ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে- রিকসা থেকে কন্যা শিশুকে নামানো হয়েছে। তাদের পোষাকও স্বাভাবিক ছিল। তাহলে পোষাকের প্রশ্ন আসছে কেন।
পোষাক পোষাক করে যারা বেশি কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি-
যার সামর্থ্য আছে সে ঘুমানোর সময় মশারী টাঙায়,
যার সামর্থ্য নেই সে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাধায়-
দোষটা কার মশার- না যার ম্যালেরিয়া হোল তার।
আমাদের সমাজের সমস্যা ওখানেই, যে ক্ষতিগ্রস্থ দোষ তারই।
বাঘে হাত কামড়ে নিল- কেন বাবা তুই ওখানে গেলি-?
পকেট মার টাকা নিয়ে গেছে- কেন বাবা সাবধানে রাখিবি না- ?
বাসে পেট্রোল বোমায় আহত- কেন বাবা এই হরতালে অবরোধে বাসে উঠলি?
যারা ক্ষতিগ্রস্থ তাদের দায় যেন বেশি।
ভাইয়েরা আপনার প্রতিকার করতে পারবেন না- সেটা জানি-
মাঝখান থেকে ক্ষতিগ্রস্থকে দোষারোপ করে নতুন করে যন্ত্রণা দেবেন না- প্রার্থনা করি আপনাদের পরিবারের কেউ যেন এমন অবস্থার শিকার না হন- যদিও সেটা না হলে আমাদের অনেকেরই বোধোদয় হবে না।

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: সহমত।

২| ২২ শে মে, ২০১৫ রাত ৯:০৯

এম সহিদুজ্জামান বলেছেন: আপনার সাথে ১০০% সহমত । আমার বিবেক যদি জাগ্রত থাকে , আমার দৃষ্টি যদি সংযত থাকে , আমার মনুষত্ব যদি সমুন্নত থাকে তবে পোশাকের কেন দোষ হবে । যারা এধরনের কাজ করে তাদের বিবেকের পরিবর্তন করতে পারলে পোশাকের পরিবর্তন করা লাগবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.