![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষকবন্ধু
কৃষকবন্ধু কৃষকবন্ধু কাহার বন্ধু তুমি
চাষার ঘাড়ে বন্দুক রেখে গড়ো স্বপ্নভূমি
পা ডুবিয়ে মাঠের কাদায়- বসে ক্ষেতের আ'লে
কত টাকা কামাই হলো- হিসাব কি তার মেলে?
কে যে তোমার আসল বন্ধু- সবাই তো তা জানে
কাজের শেষে এসি রুমে- প্যাকেটের মাল গুণে
মিললে হিসাব বক্ষ দরাজ- মুচকি হাসি হাসো
হিসাব খানা না মিলিলে- খুক খুকিয়ে কাশো
ঘাম ছড়িয়ে জীর্ণ চাষা- ফসল যখন তোলে
বাজারে তো দাম মেলে না- স্বপ্ন অস্তাচলে
সেই চাষার পাশে তুমি- কোন আমলে আছো?
কলাগাছে তেল লাগিয়ে চাষার সাথে নাচো?
কেমন বন্ধু কৃষক বন্ধু সবাই তো তা জানে
তোমার কাছে পণ্য সবই নেইকো অন্য মানে
তুমি হলে এই আমলে ধান্দাবাজির রাজ
চাষার রক্ত চুষে তৃুমি হলে মহারাজ
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।