নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯



দূরে যেতে চাই

সকালের সূর্যালোকে শিশিরকণা উদ্ভাসিত হয়ে কিরণ ছড়ায়,
আর তার ছটায় আমার দৃষ্টি আচ্ছন্ন হয়ে আসে।
আমি চোখ বন্ধ করে দূরবর্তী এক স্থানে মনকে নিবদ্ধ করি,
দেখতে পাই শিশিরভেজা সবুজ উন্মুক্ত মাঠ।

আরে এতো সেই স্কুলদিনের ক্রিকেট খেলার মাঠ,
কত মধুর সময় কাঁটানো সেই স্মৃতিময় মাঠ।
আমার মন শত মাইল দূরে ফেলে আসা পুরোনো পরিচিত মাঠে,
ভাবছি এখানে কিভাবে আমি এলাম?

কারণটা জানি কিন্তু পারবো না ফিরে যেতে ওই মাঠে,
আমি এখন সংসারী আর ঘরকুনো।
আমি অনুভব করতে চাই ফেলে আসা আনন্দগুলি,
কিন্তু বর্তমানের সুখও আমার কম নয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

ধ্রুবক আলো বলেছেন: পুরোনো ক্রিকেট মাঠের কথা খুব মনে পরে....

খুট ভালো লাগলো লেখাটা.,,, অভিনন্দন

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ, সাথে থাকার জন্য।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

নীল দেয়াল বলেছেন: ভালো লাগলো , অভিনন্দন !!

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ, সাথে থাকার জন্য।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

নীল দেয়াল বলেছেন: ভালো লাগলো , অভিনন্দন !!

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:৫১

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.