নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
হতে চাই তোমার মতো
আমি দেখতে চাই, তুমি যা দেখো;
আমি শুনতে চাই, তুমি যা শোনো।
হে ঈশ্বর দাও আমায় প্রিয়ার চোখ-কান,
যাতে দেখতে-শুনতে পাই তার মতো।
আমি অনুভব করতে চাই, তুমি যা অনুভব করো;
আমি ভাবতে চাই, তুমি যা ভাবো।
হে ঈশ্বর দাও আমায় প্রিয়ার অনুভূতি-ভাবনা,
যাতে অনুভব-ভাবনা হয় তার মতো।
আমি হতে চাই, প্রিয়ার মতো;
হতে চাই তোমার মতো।
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০১
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো,....