নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
ভ্রমণ আমার প্রিয় কাজের একটি। পুরো বিশ্ব ঘুরে দেখার শখ আছে কিন্তু সামর্থ্য নাই। তবু সামর্থ্যের মধ্যে যেটুকু সম্ভব ততটুকু ঘুরাঘুরি প্রতি বছরই করা হয়। এছাড়াও কাজের সুবাদেও বিভিন্ন স্থানে ঘুরা হয়। আর জীবনসঙ্গীরও ঘুরাঘুরির বাতিক আমার মতই। যেকারণে লম্বা ছুটি পেলেই দু'জনে বের হয়ে পড়ি। গত বছর বিভিন্ন জায়গায় ভ্রমণ ও অবকাশ যাপনের মধ্যে একটি জায়গা খুবই ভালো লেগেছিলো। আজকের ব্লগটি সেই জায়গার ছবি দিয়ে সাজালাম।
ছবির স্থানটির নাম হচ্ছে দুসাই রিসোর্ট এন্ড স্পা, ঢাকা থেকে প্রায় ২০০ কি.মি. দূরে মৌলভীবাজারে রিসোর্টির অবস্থান।
রিসোর্টির অন্যতম ভালোলাগার বিষয় ছিলো বর্ণিল ফুল, লতা-পাতা
সুইমিং পুলটির অবস্থানজনিত সৌন্দর্য্য চোখজুড়ানো
প্রিয়জনের সাথে নিভৃতে আড্ডা দেবার অনন্য স্থান
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
গেম চেঞ্জার বলেছেন: এই রিসোর্টে আমিও গিয়েছিলাম! চমৎকার সব আয়োজন, ন্যাচারাল ফিল করার উপযোগি পরিবেশ তৈরি করা হয়েছে!
(সংশোধনীঃ- রিসোর্টটি মৌলভীবাজার জেলা শহরের কাছেই অবস্থিত। শ্রীমংগল থানায় নয়।)
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
র ম পারভেজ বলেছেন: সংশোধনীর জন্য ধন্যবাদ। শ্রীমঙ্গল হয়ে গিয়েছিলাম তাই মনে হয়েছে শ্রীমঙ্গলেই রিসোর্টের অবস্থান।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০
র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২
একজন সত্যিকার হিমু বলেছেন: প্রিয়জন হলে কোন একদিন যামু ।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০
র ম পারভেজ বলেছেন: আশা করি শীঘ্রই প্রিয়জন আসবে জীবনে।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর জায়গা দেখলেই যাইতে মন চাই
২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
র ম পারভেজ বলেছেন: আমিও একই রোগাক্রান্ত।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম