নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

এদেশে আইনের শাসন প্রহসনের আরেক নাম

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯

গতকাল বিকালে অফিস থেকে বের হয়ে বাসের জন্য প্রেসক্লাবের সামনে দাড়াঁলাম, কিন্তু আধঘন্টা পর্যন্ত একটা বাসও না পেয়ে রিকশা খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে দোয়েল চত্ত্বরে গিয়ে রিকশা পেলাম কিন্তু ভাড়া দ্বিগুণ নিরুপায় হয়ে তাতেই চড়ে বসলাম। আজকে সকালে অফিসে আসার পথেও একই কাহিনী। আর এর পেছনের কারণ, নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় এক ড্রাইভারের ফাঁসি আর একজনের কারাদন্ড হওয়ায় শ্রমিক ধর্মঘট। কোন সভ্য দেশে এই রকম ঘটনা ঘটা অসম্ভব। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে হয় সেটা শ্রমিক নেতারা জানেন না এমন নয়। কিন্তু তা না করে তারা জনগণকে জিম্মি করে অপরাধীকে মুক্ত করার চেষ্টা করছেন। আবার আরেক মন্ত্রী কাম শ্রমিক নেতা শাজাহান খান বললেন শ্রমিকরা আন্দোলন করতেই পারেন। সেলুকাস কি বিচিত্র দেশ! আর কি বিচিত্র এর নেতা-কর্মী। এজন্যই বললাম - এদেশে আইনের শাসন প্রহসনের আরেক নাম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

শিখণ্ডী বলেছেন: পুলিশ তো সকল কাজে অতি উৎসাহ দেখায়, এখন পুলিশ কোথায়?

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৬

র ম পারভেজ বলেছেন: পুলিশের কাজ হুকুম তামিল করা, তাদেরকে হুকুম তো দিতে হবে।

২| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি, জামায়াত, হেফাজতের কর্মসূচী হলে এখন সব সাইজ করে ফেলত পুলিশ...

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৮

র ম পারভেজ বলেছেন: পুলিশের কাজ হুকুম তামিল করা, তাদেরকে হুকুম তো দিতে হবে।

৩| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:১১

আরণ্যক রাখাল বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি, জামায়াত, হেফাজতের কর্মসূচী হলে এখন সব সাইজ করে ফেলত পুলিশ...
ব্রাদার, এরা তো বিএনপি, জামাত, হেফাজতের মত ভাঙচুর করছে না, মানুষ মারছে না, পেট্রোল বোমা ছুড়ছে না
তবে শাজাহান খান একটা বেকুব। এমন ফালতু কাজকে সাপোর্ট দেয়া জনবিরোধিতা

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:১০

র ম পারভেজ বলেছেন: এই রকম অনাচার দমনের দায় কিন্তু সরকারের-ই।
দ্বিতীয় অংশের সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.