নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
গতকালকে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী অাইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী পার্লামেন্টারিয়ানদের সামনে তাঁর প্রবন্ধ উপস্থাপনের সময় এই তথ্য দেন যে বিশ্বের সকল শিশুর প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন বিশ্বের তিন দিনের প্রতিরক্ষা বাজেট!!! আর সংখ্যাগত ভাবে যার অর্থমূল্য ২২ বিলিয়ন ডলার। তার মানে দাড়ায় প্রতি বছর ২৬৭৬ বিলিয়ন ডলার মানে ২.৬৭৬ ট্রিলিয়ন ডলার বিশ্বের প্রতিরক্ষা ব্যয়। এই তথ্য দেখে আর কোন কিছু বিশ্লেষণ করতে মন চাইলো না শুধু দু'টি লাইন মনে অাসলো -
"অামরা এখন খুবই নিরাপদ, শিশুরা সব কবরস্থ হয়েছে;
একটি মিসাইল খরচ হয়েছে, মূল্য মাত্র এক মিলিয়ন ডলার।"
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭
র ম পারভেজ বলেছেন: সহমত পোষণ করছি।
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
গারোপাহাড় বলেছেন: পেইন!! যেখানে মদ বেঁচে দুধ খাওয়ার কথা সেখানে কিনা দুধ বেঁচে মদ.....
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২
র ম পারভেজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১
রায়হানুল এফ রাজ বলেছেন: শিশু স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদিতে আরও অনেক বরাদ্ধ দিতে হবে। পথ শিশুদের জন্য বিশেষ অধ্যাদেশ এখন সময়ের দাবি।