নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
মহাসড়কে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে, প্রথম আলোর আজকের সংবাদ থেকে জানা যায় এ বছরের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫৮৯ জন। আর শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২২ জন। যেভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, সংখ্যাগতভাবে তা যুদ্ধকালীণ হতাহতের মতই ভয়াবহ। এই সংবাদগুলি যখন পত্রিকার পাতায় আসে তা আমাদের কাছে পরিসংখ্যান ছাড়া আর কোন গুরুত্ব পায় না, কিন্তু যে বা যারা এর সম্মুখীন হন তারা বুঝতে পারেন এর ভয়াবহতা। মহাসড়কে এই মৃত্যু মিছিল বন্ধে সরকারের না কোন পদক্ষেপ আছে, অার চালক-জনগণের না কোন ভ্রুক্ষেপ আছে। গরু-ছাগল চিনতে পারলেই যেমন চালক হয়ে যাওয়া যায় এদেশে, তেমনি কানে হেডফোন লাগিয়েও রাস্তা পাড় হওয়া যায় এদেশে। সুতরাং শুধু আইন করে বসে না থেকে তার বাস্তবায়ন এবং সকলের সচেতনতা ছাড়া কোন ভাবেই সড়ক দুর্ঘটনার রাশ টেনে ধরা যাবে না।
০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০
র ম পারভেজ বলেছেন: সত্যিই, কি বিচিত্র এই দেশ!!!
২| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০
করুণাধারা বলেছেন:
অনেক অনেক বছর পর আরিচা রোড ধরে গিয়েছিলাম। এটা একটা হাইওয়ে সেটা বুঝতে পারলাম সাঁ সাঁ করে ছুটে যাওয়া গাড়ী দেখে। নাহলে এত আমাদের মিরপুর রোডের সমান চওড়া, কিন্তু মিরপুর রোডের মত কোন ডিভাইডার নেই। এই রাস্তায় এত কম দুর্ঘটনা হয় এটা আল্লাহর রহমত।
ধন্যবাদ পোস্টের জন্য।+++
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
র ম পারভেজ বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬
ঢাকাবাসী বলেছেন: এক মন্ত্রী কাম শ্রমিক নেতা যিনি আবার সরকারের আশির্বাদপুষ্ট তার আশির্বাদে আর দাপটেই ড্রাইভাররা জানে খুন করলেও পাইকারী ভাবে মানুষ মারলেও ওদের কোন শাস্তি হবেনা সুতরাং তারা নির্বিকারভাবে মানুষ মেরেই যাচ্ছে, যাবে!