নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
গত বছর ঘুরতে গিয়েছিলাম সেন্টমার্টিনে। বড়দিনের ছুটি ছিলো রবিবার আর শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধের আগে-পিছে যদি কোন ছুটি পাওয়া যায় তবে কোথাও সময় নিয়ে ভালো করে ঘুরে আসা যায়। কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয় যাতায়তের টিকিট আর বাসস্হানের ব্যবস্থা করতে গিয়ে। এরকম কোন তিনদিনের ছুটি থাকলে দুই মাস আগেই সব বুকড হয়ে যায়। এই অভিজ্ঞতা পূর্বে হওয়ায় অক্টোবর মাসেই সব বুকড করে রেখেছিলাম। ডিসেম্বরের ২২ তারিখে শুরু হলো যাত্রা, সন্ধ্যা ৭টায় বাস ছাড়লো ঢাকা থেকে আর মাঝখানে কুমিল্লা অার চট্টগ্রামে দু'বারের যাত্রাবিরতির পর ২৩ তারিখ সকাল ৭ টায় গিয়ে নামলাম টেকনাফের কুতুবদিয়া জাহাজঘাটে। বিড়ম্বনার শুরু হলো হাত-মুখ ধোঁয়া আর প্রকৃতির ডাক সম্পন্ন করতে গিয়ে। টয়লেটের যে র্দুগন্ধময় অবস্থা ছিলো তার মধ্যেই বাধ্য হয়ে ঢুকলাম। আর নাস্তা করতে গিয়ে যেরকম পরোটা খেলাম তা ইহ-জনমে খাইনি। ময়দার দলা কোন রকমে পিষে ভেজে রাখা, মনে হলো যেন কাঁচা ময়দাই খেলাম। অার অাসল বিড়ম্বনা শুরু হলো জাহাজে উঠতে গিয়ে, ধারণক্ষমতার আড়াইগুণ যাত্রী ছিলো জাহাজে। খুব কষ্টে নিজের আসন খুঁজে বসলাম। জাহাজ যখন চলতে শুরু করলো তখন এই কোলাহল থেমে গেল নাফ নদীর দু'ধারের প্রকৃতির ছোঁয়ায়। অার জাহাজ যখন সাগরে গিয়ে পড়লো তখন সকলের নিমগ্নতা সাগরের বিশালতায় কেন্দ্রীভূত হলো।
জাহাজে যাত্রীরা উঠছেন
লোকারণ্য জাহাজ
সাগরের মাঝখানে
সাগর থেকে দেখা জেটি ঘাট
দ্বীপের ভূ-খন্ড থেকে দেখা জেটি ঘাট
(চলবে)
©somewhere in net ltd.