নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাজেট ১০০ কোটি মার্কিন ডলার কমানোর প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে মিশনের এক চতুর্থাংশ খরচ বহন করে দেশটি। ফলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন হুমকিতে পড়তে পারে। জাতিসংঘের বার্ষিক বাজেটের সবচেয়ে বড় অংশ আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। শান্তিরক্ষা মিশনের বাজেটের (প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার) আঠাশ দশমিক পাঁচ শতাংশ এতদিন যুক্তরাষ্ট্র দিয়ে এসেছে। কিন্তু অক্টোবর থেকে শুরু হওয়া অর্থ বছরের যে বাজেট পরিকল্পনা যুক্তরাষ্ট্র পেশ করেছে তাতে কূটনীতি ও ত্রাণ বাজেট প্রায় ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার কমানোর কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শান্তিরক্ষা মিশনের বর্তমান বাজেট থেকে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার কমানো হবে। শুধু শান্তিরক্ষা মিশনই নয়, ইউনিসেফ এবং ইউএনএফপিএ’র বাজেট কমানোরও ঘোষণা দিয়েছে দেশটি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বর্তমান বাজেট দিয়ে ১৬টি মিশন, একটি আঞ্চলিক কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি এবং ১ লাখ ১৩ হাজার সেনা সদস্য মোতায়েনের খরচ বহন করা হয়। এর মধ্যে কঙ্গো, দক্ষিণ সুদান এবং সুদানের দারফুরে থাকা মিশনগুলোর প্রতিটিতে ১০০ কোটির বেশি মার্কিন ডলার করে খরচ হচ্ছে। এছাড়া শিগগিরই হাইতি, আইভরি কোস্ট এবং লাইবেরিয়াতে মিশন স্থগিতের ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
২৬ শে মে, ২০১৭ রাত ৯:৪০
র ম পারভেজ বলেছেন:
২| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হতাশাজনক খবর
২৬ শে মে, ২০১৭ রাত ৯:৪২
র ম পারভেজ বলেছেন: সত্যিই তাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৬
শিরনামহীন বাক্য বলেছেন: