নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
জোছনার রূপালি মায়া কংক্রিটের শরীরে আদর বুলায়,
অধরা ঘুম মেঘের ভেতর লুকায়,
এই শহরের কোমল নি:শ্বাস আলতো করে ছুঁয়ে যায়।
ঢাকার মধ্যরাত্রি - কোলাহলহীন প্রশান্তিময় নিয়ন আলো,
সারাদিনের কর্মব্যস্ততা ঝেড়ে ফেলে,
নি:স্তব্ধ পিচঢালা রাস্তার শীতলতা শিরায় প্রবাহিত হয়।
০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১২
র ম পারভেজ বলেছেন: বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে মাঝে মাঝেই মধ্যরাতে ঢাকার রাস্তায় হাঁটা হতো, ঢাকার মধ্যরাতের রূপ অন্যরকম মায়াময়।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: মধ্যরাত্রির ঢাকায় মনে হয় সব চেয়ে ভাল।