নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের মহাসড়ক ধানক্ষেতে পরিণত!!!

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৬





উপরের ছবিগুলি ভালো করে দেখুন, কি মনে হচ্ছে আপনার? প্রথম দর্শনে এটাকে চাষের জন্য কর্ষিত ধানক্ষেত মনে হওয়া স্বাভাবিক। কিন্তু বাস্তবে এটি একটি সড়ক যা কয়েক লক্ষ মানুষের চলাচলের একমাত্র পথ। এটি হচ্ছে নেত্রকোণা জেলার পূর্বধলা ও দূর্গাপুর উপজেলার প্রধান সড়ক যা রাজধানী ঢাকা, বিভাগীয় শহর ময়মনসিংহ এবং জেলা সদরের সাথে এই দুই উপজেলাকে যুক্ত করেছে। মাত্র চার বছর আগে কোটি-কোটি টাকা খরচ করে শ্যামগঞ্জ থেকে বিরিশিরি পযর্ন্ত প্রায় ৩৭ কি.মি. পথ প্রশস্ত এবং কার্পেটিং করা হয়। কিন্তু দুর্নীতি ও নিম্নমানের কাজের জন্য দুই বছরের মাথাতেই রাস্তা ভাঙ্গা শুরু হয়। অার বর্তমানে রাস্তার এই অবস্থা। বিগত দুই বছর ধরে জনগণের দাবির মুখেও এই রাস্তার কোন সংস্কার হয়নি। ফলশ্রুতিতে, জনগণকে এক অবর্ণণীয় দুর্দশা মোকাবিলার সাথে সাথে অতিরিক্ত অর্থব্যয়ে করতে হচ্ছে। আগে সরাসরি ঢাকা থেকে বাসে যাতায়ত করা যেত, এখন অটোরিক্সা, মোটরসাইকেল এবং পণ্যবাহী ট্রাক ছাড়া আর কোন যানবাহন এই রাস্তায় চলছে না। স্থানীয় জনপ্রতিনিধির বিলবোর্ড প্রচার দেখলাম রাস্তার মোড়ে-মোড়ে, যেখানে লেখা বিএনপির ঠিকাদারের মামলার কারণে নাকি রাস্তার কাজ করা যাচ্ছে না!!! হাসবো না কাঁদবো, বিএনপি যেখানে একটা মিছিল করতে পারে না সেখানে রাস্তার কাজ নাকি আঁটকিয়ে রেখেছে!!! সে যাই হোক এই রাস্তা দেখে কলিমুদ্দির দূর সম্পর্কের ভাই সলিমুদ্দির উক্তি - ''উন্নয়নের মহাসড়ক ধানক্ষেতে পরিণত!!!''

নিচে আরও কিছু ছবি দেখুন-



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: এই ছবি গুলি সড়ক মন্ত্রী ওবাদুল কাদের সাহেব কে দেখান।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

র ম পারভেজ বলেছেন: মন্ত্রীকে দেখানোর সুযোগ থাকলে ঠিকই দেখাতাম।

২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



ক্ষমা করবেন, এগুলো বাংলাদেশের কোন রাস্তার ছবি হতেই পারে না। কারন, বাংলাদেশে একজন সড়ক মন্ত্রী রয়েছেন।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন।

৩| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২১

তানুন ইসলাম বলেছেন: খুব সুন্দর দৃশ্য,চোখ জুড়িয়ে গেলো,

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৬

র ম পারভেজ বলেছেন: একদিন ঘুরেও আসতে পারেন, সারা জীবন মনে থাকবে!!!

৪| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিএনপির কারণেই পাহাড় ধস: সেতুমন্ত্রী
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আর কি কুছু কইবেন????

টানা ১০ বছর ক্ষমতায় থাইকাও বিএনপি ভুত তারার মাথা থেইক্যা নামে নাই!!!!
শয়নে স্বপ্নে জাগরেন বিএনপি আতংকে থাকে। বিএনপি ঘুমাইয়া থাকলেও আতংকে থাকে!!!
শেইম!!!!!!!!!!!!
নোংরামোর একটা ষীমা থাকা উচিত। রাজনৈতিক বালখীল্যতা, কমেডি না করলেই কি নয়!!!!!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৭

র ম পারভেজ বলেছেন: আমিও এমনই ভাবছি, বিএনপির শাসন তো প্রায় একযুগ আগে শেষ। কিছু হলে কেন যে বিএনপিকেই টেনে আনে!!!

৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

আমি চির-দুরন্ত বলেছেন: ভাই, তারা যা বলেছে তাই করেছেন। তারা বলেছেন, উন্নয়নের​ জোয়ারে নাকি দেশ ভেসে যাবে।তাই হচ্ছে।

১ উন্নয়নের​ জোয়ারে মহাসড়ক ভেসে যাচ্ছে।
২হাওরের ফসল ভেসে যাচ্ছে।
৩ শহর ভেসে যাচ্ছে।

আর ওবায়দুল কাদের সাহেব কাউয়া তাড়িয়ে বেড়াচ্ছে।
আ: লীগ এর হ্যাটট্রিক জয়ের বয়ান দিচ্ছেন​।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৯

র ম পারভেজ বলেছেন: ''উন্নয়নের​ জোয়ারে মহাসড়ক ভেসে যাচ্ছে'' - আমাদের সড়কটি আসলেই ভেসে গেছে।

৬| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

আমি চির-দুরন্ত বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: বিএনপির কারণেই পাহাড় ধস: সেতুমন্ত্রী

হা হা;

যারা বলেন জামায়াত শিবিরের লোকেরা নাড়াচাড়া দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে, তারা এর থেকে ভালো কি বলবে??

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩

র ম পারভেজ বলেছেন: আমিও আপনার সাথে হাসলাম, হা: হা: হা:। কিন্তু, ঐ রাস্তায় চলতে গিয়ে কান্না পেয়েছিলো।

৭| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

তানুন ইসলাম বলেছেন: আমাদের বিনোদনের ৯০%ই আসে রাজনীতিবিদদের কাছ থেকে,

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩

র ম পারভেজ বলেছেন: বিনোদন, দুর্দশা সবই রাজনীতিবিদদের অবদান।

৮| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

তানুন ইসলাম বলেছেন: আসুন আমরা আবার ভোট দিয়ে রাজনীতিবিদদের নিজের উন্নয়ন করার সুযোগ দেই,

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০১

র ম পারভেজ বলেছেন: সেটাই হয়ে আসছে এই দেশে।

৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৮

রায়হানুল এফ রাজ বলেছেন: এমনই তো হওয়ার কথা ছিল। ক্ষেপে গেলে তো চলবে না।

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০২

র ম পারভেজ বলেছেন: হুমম!!!

১০| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: দুর্বার গতিতে এগিয়ে চলেছে দেশ।
উন্নয়নের মহাসড়কে দেশ।

এই কথা গুলো তাহলে কি মিথ্যা?

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:১১

র ম পারভেজ বলেছেন: মিথ্যা না ভাই, তবে দেশ দুর্বার গতিতে এগিয়ে রসাতলে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.