নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
এমপিদের কাজ আইন প্রণয়ণ, জাতীয় ইস্যুতে বির্তক-আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ণসহ নানা দায়িত্ব। কিন্তু এদেশে অনেক এমপি দিনের পর দিন, বছরের পর বছর সংসদেই আসেন না। এমপিরা দিনে দিনে স্থানীয় সরকারের কর্তৃত্ব নিজেদের হাতেই পুরছেন না, স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়ন ও বরাদ্দের জন্য তাদের পিছে হাঁটতে হচ্ছে। এমনকি একজন সংসদ সদস্যের প্রাপ্ত মর্যাদাশীল ভাবমূর্তি থেকে সরে গিয়ে এলাকার উন্নয়ন কাজের টেন্ডার থেকে হাট, মাঠ, ঘাটের ইজারা নিয়ন্ত্রণ করছেন।
নতুন করে এমপিরা এখন খালি মাটি কাটেন। সেই মাটি কাটা আর মাটি বহনের ছবি মোবাইলে তুলে কর্মীদের দিয়ে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। সস্তা জনপ্রিয়তা অর্জনের মাটি কাটা রাজনীতি এদেশে বহু পুরাতন। ঝুড়ি- কোদাল নিয়ে মাঠে নামার এই নাটক মেজর জিয়া অনেক আগেই করে ফেলেছেন। ভোট আসছে, সস্তা জনপ্রিয়তা আদায়ে বা মন জয় করতে যে এই কার্যক্রম তাতে কোন সন্দেহ নেই। কিন্তু অর্থ, পেশীশক্তি ও আর্শিবাদ লাভের রাজনীতিতে গা ভাসিয়ে রাজনীতিকে রাজদুর্নীতিতে পরিণত করা এমপিরা এভাবে জনগণের কাজের সময় নষ্ট করে সস্তা পাবলিসিটি না করে যদি নিজেদের নির্ধারিত কাজে মনোযোগী হন সেটাই দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে।
২০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৫
র ম পারভেজ বলেছেন: যে দেশের জনগণ যেমন, তাদের শাসকরাও তেমন হয়।
২| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৩
রুমেল আহমেদ বলেছেন: নাটক হউক আর যাইহুক ভালো কাজে সমালোচনা না করে উৎসাহিত করা উচিৎ।
২০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৯
র ম পারভেজ বলেছেন: সাধু! সাধু!! সাধু!!! সব এমপিরা আইন প্রণয়ণ বাদ দিয়ে মাটি কাটুক।
''যে দেশের জনগণ যেমন, তাদের শাসকরাও তেমন হয়।''- এই উক্তি আপনার মত ব্যক্তিদের দেখলে মর্মে মর্মে অনুভব করি।
ভালো থাকুন অার চিন্তার সীমা বৃদ্ধি করুন।
৩| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: আমাদের বিনোদনের ৯০%ই আসে রাজনীতিবিদদের কাছ থেকে।
২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৭
র ম পারভেজ বলেছেন: বিনোদন,দুর্দশা সবকিছুতেই এদের অবদান।
৪| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৬
অতৃপ্তনয়ন বলেছেন: ব্যাপারটা সত্যিই হাস্যকর মনে হয় ভাই আমার কাছে। ধান্দাবাজ সব
২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৯
র ম পারভেজ বলেছেন: শুধু ধান্দাবাজ না, অধিকাংশগুলিই ডাকাতের সর্দার্।
৫| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
ইডিয়টরা এতদিনে নিজের কাজ খুজে পেয়েছে
২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৩
র ম পারভেজ বলেছেন: সুশাসন থাকলে এদের অধিকাংশই থাকতো গারদের ভিতরে , আর অনেকেই মাটি কাটার কাজটুকুও পেতো বলে মনে হয় না।
৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:৪৬
রায়হানুল এফ রাজ বলেছেন: শুরু যেহেতু হয়েছে চলুক কিছুদিন। অন্তত শ্রমিকের কষ্টটা একটু বুঝুক।
২১ শে জুন, ২০১৭ সকাল ৯:২৬
র ম পারভেজ বলেছেন: আট-দশ কোদালের কোপ অার দুই বার টুকরি টেনে অাট ঘন্টায় কয়েক'শ কোদালের কোপ আর অনবরত টুকরি টানা শ্রমিকের কষ্ট এরা বুঝবেন না।
৭| ২১ শে জুন, ২০১৭ সকাল ১১:২০
প্রত্যুশ্যা বলেছেন: ভন্ডামীর শেষ সীমাটা ও ক্রস করছে।।।
২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৫
র ম পারভেজ বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩২
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: এগুলা যে ভোট পাওয়ার সস্তা নাটক সেটা পাবলিক বোঝে না কেন সেটাই প্রশ্ন