নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

লাইলাতুল কদর ও জুমাতুল বিদা

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:২০



লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় ‘লাইলাতুন’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হলো—ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। এ রাতে মহানবী মুহাম্মদ (সা.) এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। ৬১০ সালে শবে কদরের রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত ইসলামের নবী, মুহাম্মদ (সা.) এর নিকট সর্বপ্রথম কোরআন নাজিল হয়। কোন কোন মুসলমানের ধারণা তার নিকট প্রথম সূরা আলাক্বের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়। অনেকের মতে এ রাতে ফেরেশতা জীবরাইল এর নিকট সম্পূর্ন কোরআন অবতীর্ন হয় যা পরবর্তিতে ২৩ বছর ধরে ইসলামের নবী মুহাম্মদের নিকট তার বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে নাজিল করা হয়। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন এই রাত সর্ম্পকে হাদিস শরীফে অসংখ্য বর্ণনা রয়েছে। এমনকি মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ আল কোরআনে সূরা ক্দর নামে স্বতন্ত্র একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে। এই সুরায় শবে কদরের রাত্রিকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে।



আগামীকাল জুমাতুল বিদা, জুমাতুল বিদা অর্থ মাহে রমজানের শেষ জুমা বা শুক্রবার। জুমার দিন দোয়া কবুলের দিন। আর জুমাতুল বিদা হচ্ছে সকল জুমার শ্রেষ্ঠ জুমা। তা ছাড়া যেহেতু রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের বিদায় অত্যাসন্ন, তাই এই দিনে নিজের পাপরাশি মাফ করে নেয়ার একটি সর্বোচ্চ প্রচেষ্টা থাকে। এই দিনটি আবার মুসলিম জাহানে কুদস দিবস হিসাবেও পালিত হয়। সব মিলিয়ে লাইলাতুল কদর ও জুমাতুল বিদা আমাদের সামনে পুণ্যের এক মহা সমারোহ ও গুনাহ মাফের অফুরন্ত সুযোগ এনে থাকে। তাই এই অপূর্ব সুযোগের সদ্ব্যবহার করাই মুমিন-মুসলমানগণের দায়িত্ব।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩

ফকির জসীম উদ্দীন বলেছেন: আমাদের সৌভাগ্য বছরে কয়টা দিন গুনাহ মাফের জন্যে পাই, তার মধ্য শ্রেষ্ঠ রজনী 'লাইলাতুল ক্বাদর'। শুভ কামনা রইলো আপনার প্রতি।

২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৪

র ম পারভেজ বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা রইলো।

২| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাইলাতুল কদরের শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যে।

সকল বিশ্বাসীর ভাগ্যে কদরের ফজিলত বর্ষিত হোক অফূরান।
মুসলমান ও মুমিন গণ ততোধিক উর্ধ্ব অলি গণ কদরের মাহাত্বকে অনুভব করুন আত্মায়।
মহাত্বাগণের ফয়েজ করম ও বরকত পূর্ন ওয়াসিলা আমাদের সকলের জন্য মঞ্জুর হোক।
প্রিয় রাসূল সা: এর নেক নজর ও শুভ দৃষ্টিতে ভাগ্যবান হই সকলে।

+++++

২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৬

র ম পারভেজ বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

৩| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:০২

ওমেরা বলেছেন: আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই সুযোগের সঠিক ব্যবহার করে সর্বোচ্চ ফায়দা হাসিল করার ।

জাজাকাল্লাহ খায়ের ।

২২ শে জুন, ২০১৭ দুপুর ২:০৭

র ম পারভেজ বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.