নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
গতকাল সন্ধ্যায় উল্টো পথে আসা হাইকোর্টের এক বিচারপতির গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তবে বিচারপতি তখন গাড়িতে ছিলেন না। গাড়িটি কাকরাইলের দিক থেকে উল্টো পথে আসছিল। মোটরসাইকেল আরোহী যখন শাহবাগ মোড় ঘুরে কাকরাইলের দিকে যাচ্ছিলেন, তখন গাড়িটি তাকে মুখোমুখি ধাক্কা দেয়। ধাক্কায় আরোহী ছিটকে পড়েন আর মোটরসাইকেলটি গাড়ির নিচে ঢুকে পড়ে। পরে রেকার এনে গাড়ি ওপরে তুলে মোটরসাইকেলটি বের করা হয়। মজার বিষয় হচ্ছে, দুর্ঘটনার পরও গাড়ির চালক হম্বিতম্বি করছিলেন।
আমাদের দেশের সব হোমরা চোমরাদের গাড়ি উল্টো পথে চলে, এটা এদেশে নিত্যনৈমিত্তিক ব্যাপার। দুর্ঘটনার কারণে আজকে ঘটনাটি শিরোনাম হয়েছে, দুর্ঘটনা না ঘটলে গাড়ি - চালক কাউকেই ধরা হতো না। আর যদি বিচারপতি গাড়িতে থাকতেন তবে তো বেচারা ট্রাফিক কন্সটেবল গাড়ি ধরারই সাহস পেতেন না! নৈরাজ্যকর, অাইনের শাসনহীন উন্নয়নে দেশ সঠিক পথ ছেড়ে অনেক আগেই উল্টো পথে চলছে, এ অবস্থায় বিচারপতির গাড়ি উল্টো পথে চলতে বাধা কি!!!
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৮
র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন!
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:০০
বারিধারা বলেছেন: ভাগ্যিস বিচারক ঐ সময় গাড়িতে ছিলনা, তাহলে বোধহয় আরোহী সুদ্ধ চাপা দিয়ে চলে যেত। মোটর সাইকেল গেছে তো কি হয়েছে, বেচার জান তো বেঁচে গেছে!