নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

তোমরা মহারাজ সাধু হলে আজ, আমরা আজ অপরাধী বটে!!!

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৬



গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকার ‘মাল্টি ফ্যাবস লিমিটেড’ কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ নিহত এবং ৪০ জন আহত হন। হতাহতের ঘটনায় জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশীদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় নিহত তিন শ্রমিক আব্দুস সালাম, মনসুরুল হক ও এরশাদ হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৪ জুন বয়লারটির মেয়াদ শেষ হওয়ায় নবায়নের জন্য আবেদন করেছে কর্তৃপক্ষ। কিন্তু কারখানা ছুটি থাকা অবস্থায় অপারেটর আব্দুস সালাম ও মনছুরুল হকরা তা চালুর চেষ্টা করেন। কারখানার শ্রমিক দেখি মালিকের চেয়ে বেশি শক্তিশালী আর পরিশ্রমী, মালিকের কথা শুনে না আবার ছুটির মধ্যে কাজ করে!!! এটা সকলেই বুঝেন, মালিকদের অবহেলার কারণেই যে ঘটছে এসব দুর্ঘটনা। কিন্তু এত দুর্ঘটনার পরও মালিকরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। যদি এই মালিকদের আইনের আওতায় এনে বিচার করা হতো তাহলে দুর্ঘটনাও কমে যেত। কিন্তু এই অদ্ভূত উঁটের পিঠে সওয়ার হয়ে চলা দেশে এই মালিকরাই হলেন সাধু আর হতভাগ্য শ্রমিকগুলিই অপরাধী।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪১

র ম পারভেজ বলেছেন: শ্রমিকের ঘামে-রক্তের উপর নির্মাণ করা এসব মালিকদের নির্মিত সৌধ বেশী দিন স্থায়ী হয় না। শ্রমিকদের শোষণ করে অর্থের পাহাঢ় তৈরী করে আর এদের দুলাল-দুলালীরা ইয়াবা আর রুম পার্টি করে ঐ অর্থের শ্রাদ্ধ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.