নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
গ্রামের রাস্তায় ৫-৭ বছর বয়সী এক শিশুকে সবার সামনে প্রচণ্ড মারধর করছে এক তরুণ। আরেকজন ওই শিশুটির গলা চেপে ধরে রেখেছে, যাতে সে নড়তে না পারে। ‘দাদা, দাদা’ বলে শিশুটি তীব্র চিৎকার করছে, কিন্তু কিছুতেই মন গলছে না পাষণ্ডদের। ওই তরুণ অনবরত মেরেই যাচ্ছে শিশুটিকে। এক পর্যায়ে শিশুটিকে উপরে তুলে আছাড় দেন তিনি। এতেই ক্ষান্ত না হয়ে মাটিতে শুইয়ে শিশুটিকে চেপেও ধরেন ওই ব্যক্তি। ৩১ জুলাই সোমবার এমন অমানবিক ও নৃসংশ শিশু নির্যাতনের একটি ভিডিও পাওয়া গেছে ইউটিউব ও ফেসবুকে।
আমরা ক্রমাগত নৃশংসতা ও বর্বরতার চূড়ান্তসীমায় পৌঁছে গেছি। প্রত্যেকদিন শত-শত ঘটনার মধ্যে এরকম এক-দুইটি অামাদের চোখে পড়ে আর অধিকাংশই থাকে বিচার আর দৃষ্টির বাইরে। জিডিপি যত বাড়ছে তত অামাদের মূল্যবোধ অার মানবতা কমে শূন্যের কোঠায় নামছে। বেঁচে থাকলে অারও যে কত এসব ঘটনা দেখতে হবে!!!
শিশুটির ‘দাদা, দাদা’ চিৎকারেও মন গলেনি তাদের!
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬
র ম পারভেজ বলেছেন: অামরা ধ্বংসের দ্বারপ্রান্তে।
২| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই ভিডিওটা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারি নি এই টুকু একটা বাচ্চাকে এই রকম নির্দয় ভাবে মারা সম্ভব।
সামু কর্তৃপক্ষকে অনুরোধ করছি জন গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই পোষ্টটি স্টিকি করে রাখার জন্য যাতে করে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর শিশু নির্যাতনের এই ভিডিওটি। ও অপরাধীরা আইনের আওতায় আসে।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
র ম পারভেজ বলেছেন: মর্মান্তিক ঘটনা।
৩| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪
আহমেদ জী এস বলেছেন: র ম পারভেজ ,
জঘন্য........................
জঘন্য........................
জঘন্য........................ আর ভেড়ুয়ার দল পাবলিক তামাশা দেখছে ।
ঐ লোকটাকে ধরে রাস্তায় ফেলে প্রকাশ্যে বাঁশডলা দেয়া হোক ।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
র ম পারভেজ বলেছেন: সহমত।
৪| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হে আল্লাহ তুমি কোথায় আমাদের বাস তৈরী করে দিলা। মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়
আল্লাহ তুমি এদের হেদায়েত দাও নয় উচিত বিচার করো
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮
র ম পারভেজ বলেছেন: আমরা প্রস্তরযুগের দিকে যাচ্ছি।
৫| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৮
ভাললাগে না বলেছেন: মানবতা কি!? খায় না মাথাউ দেয়!?
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
র ম পারভেজ বলেছেন: মানবতা আজ শুধুই কাগজে-কলমে।
৬| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩
আলপনা তালুকদার বলেছেন: এ ভিডিওটি বাংলাদেশের হলে এমন দেশ আমার, এটা মানতে পারছি না। যদিও এমন ঘটনা অহরহই ঘটছে। কিছু মানুষ হায়েনা হয়ে যাচ্ছে, আর কিছু মানুষ সাক্ষী গোপাল। এরা অথর্ব। সবাই চেয়ে চেয়ে বর্বরতা দেখে। প্রতিবাদ, প্রতিকার করেনা। অথচ বাঙ্গালী বীরের জাতি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অন্যায়কে পরাজিত করে এদেশের জন্ম। কোথায় গেল সে বীরত্ব????
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১
র ম পারভেজ বলেছেন: অবাক হয়ে দেখলাম কিভাবে সব মজা নিচ্ছে অথচ প্রতিরোধে এগিয়ে আসছে না।
৭| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
নীল আকাশ ২০১৬ বলেছেন: পাছায় পাইপ লাগিয়ে বাতাস দিয়ে যে শিশুকে হত্যা করা হল, সেই হত্যাকারীকে আদালত বেকসুর খালাস দিয়েছে ভিডিও এভিডেন্স থাকার পরও। এরকম দেশে নিরযাতন হবেনা তো কি হবে?
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
র ম পারভেজ বলেছেন: আইনের শাসন না থাকলে এসব অারও ঘটবে।
৮| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
শামচুল হক বলেছেন: মানুষ এখন পশু হয়েছে।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
র ম পারভেজ বলেছেন:
৯| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমরা কোথায় চলছি, কোন নরগের কিনারায় চলে যাচ্ছে দেশ ? এসব নির্যাতনের কি নেই শেষ ?
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯
র ম পারভেজ বলেছেন: নরকের কিনারে না, ভিতরেই অামরা চলে যাচ্ছি।
১০| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আল্লাহ এসব দেখার আগে তুমি আমাদেরকে নিয়ে নাও। কি ভয়ঙ্কর আমাদের সমাজের অবস্থা। আমরা দিন দিন কোথায় যাচ্ছি।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯
র ম পারভেজ বলেছেন:
১১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪
উদাস মাঝি বলেছেন: আবার সেই রাজনের পুনরাবৃতি
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯
র ম পারভেজ বলেছেন:
১২| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী শুরু হলো? আশে পাশে যারা দাঁড়িয়ে আছে তারা কী মানুষ? খাদিজার হত্যা চেষ্টাকারী এখনও দুনিয়া দেখছে...
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২২
র ম পারভেজ বলেছেন:
১৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৩:২৫
হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: এদেশের কিছু কিছু মাদ্রাসাতেও এমন নির্যাতন করা হয় শিশুদের। আমি সাক্ষী...........
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২২
র ম পারভেজ বলেছেন:
১৪| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩২
ধ্রুবক আলো বলেছেন: মানুষের বিবেক ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ ফিরাতেও ছুটে আসেনি, অন্যায়ের প্রতিবাদও করেনি।
আর এখন মারধর ভিডিও করা ট্র্যাডিশন হয়ে গেছে!
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:০২
র ম পারভেজ বলেছেন:
১৫| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: চেহারাটা দেখতে সুন্দর পোশাকটাও চমৎকার
অন্তরেতে কালিভরা মনটা ভীষণ কদাকার
তোমরা একেও যদি মানুষ বল.....
আমার কিছু বলার নাই।
মানুষ দেখতে চলো এবার
যাদুঘরে যাই সবাই।
(শিল্পী মাওলানা আইন উদ্দিন আজাদ রহ।)
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩
র ম পারভেজ বলেছেন:
১৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২
তারেক ফাহিম বলেছেন: দিন দিন শিশুদের উপর অত্যচার ক্রমান্বয়ে বাড়তেই থাকছে। উক্ত ব্যাপারে যথাযথ আইন থাকলেও প্রয়োগ হচ্ছে না।
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২
র ম পারভেজ বলেছেন: সহমত।
১৭| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭
নতুন নকিব বলেছেন:
গতকাল ভিডিওটির এই জঘন্য দৃশ্য দেখার পরে কমেন্ট করে নিন্দে জানানোর ইচ্ছেটাও ছিল না।
নরপশুদের দমনের জন্য যে কঠিন আইন এবং তার প্রয়োগ প্রয়োজন তা কে করবে? এখানে তো স্বার্থের জন্য সবই বিসর্জন দেয়া সম্ভব!
আয় আল্লাহ, আপনি অত্যাচারীর কালো হাত থামিয়ে দিন। অসহায় দুর্বলকে আপনিই রক্ষা করুন। আমীন।
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৬
র ম পারভেজ বলেছেন:
১৮| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১
মোঃ খুরশীদ আলম বলেছেন: ফাহিমকে বলব, আইনের প্রয়োগ হচ্ছেনা তা নয়। অভিযোগ করুন। আইনের প্রয়োগ অবশ্যই হচ্ছে।
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
র ম পারভেজ বলেছেন: !!!
১৯| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
আমি ইহতিব বলেছেন: দিনকে দিন পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে কেন সমাজে বুঝিনা।
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
র ম পারভেজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: ওহ ঈশ্বর!! এসব দেখার আগে তুমি আমাকে মেরে ফেলো।
কি ভয়ঙ্কর আমাদের সমাজের অবস্থা।
মাফ চাই।