নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
ছবি : অর্ন্তজাল
জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া যা জাপানের আকাশ দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। জাপানের উপকূল থেকে এটি প্রায় ১,১৮০ কিলোমিটার (৭৩৩ মাইল) দূরে প্রশান্ত মহাসাগরে পতিত হওয়ার আগে তিনটি টুকরো হয়ে যায়।ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা একটি জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন ''ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ মিনিট জাপানের আকাশে ছিল, কিন্তু জাহাজ বা বিমানের কোন ক্ষতি হয়নি''। দক্ষিণ কোরিয়া এর জবাবে জরুরি অবস্থাতে ''উত্তর কোরিয়ান নেতৃত্বকে ধ্বংস করার সামর্থ্য'' পরীক্ষা করার জন্য বোমা হামলা চালানোর মহড়া করেছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি অফিসের কর্মকর্তা ইয়ুন ইয়াং-চান সাংবাদিকদের জানান, ''এফ -15কে জঙ্গি বিমান থেকে একটি শুটিং রেঞ্জে আটটি এক টন ভরের এমকে -৮৪ বোমা ফেলা হয়েছে।''
পিয়ংইয়ং এর কার্যক্রম দেখে ভালো করেই বুঝতে পারছি পারমানবিক শক্তিধর হওয়া মানে বর্তমান বিশ্বে সামরিক কৌশলগত অবস্থানে সুবিধাজনক স্থানে থাকা। যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা শুধু হম্বিতম্বি করেই শেষ কোন সামরিক ব্যবস্থাগ্রহণে অগ্রসর হবে না। কিম জং সাহেব গাদ্দাফি, সাদ্দামের পরিণতি থেকে ভালো শিক্ষাই গ্রহণ করেছে। লিবিয়া, ইরাকের আজকে এই পরিণতি হতো না যদি পারমানবিক শক্তিধর হতো। কিন্তু পরমাণু বোমার সবচেয়ে ভয়ঙ্কর হুমকি এটা যে একবার পরমাণু যুদ্ধ লাগলে তা মানব সভ্যতার ইতি টেঁনে দিবে। সে যাই হোক কিন্তু সামরিক কৌশলগত কারণে পরমাণু বোমা রাষ্ট্রের নিরাপত্তায় খুবই কার্যকরী।
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
র ম পারভেজ বলেছেন: এখন ট্রাম্প সাহেবের কি প্রতিক্রিয়া হয় দেখা যাক!!!
২| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪
হানিফঢাকা বলেছেন: বুঝলাম না। মিসাইল সবসময় জাপানের মাথার উপর দিয়া গিয়ে সাগরে পরে। জাপানের কি মিসাইল ডিফেন্স নাই?
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩
র ম পারভেজ বলেছেন: ওইযে পরমাণু বোমার ভয়! না হলে কবে ছিঁড়ে-কুঁড়ে ফেলতো উত্তর কোরিয়াকে।
৩| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
হানিফঢাকা বলেছেন: কিন্তু জাপান নিজেও ত পারমানবিক শক্তিধর দেশ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
র ম পারভেজ বলেছেন: জাপান পারমানবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার করে, তবে চাইলে স্বল্প সময়ের নোটিশে পারমাণবিক বোমা তৈরিও করতে পারবে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যুক্তরাষ্ট্র এবার সঠিক প্রতিপক্ষের হাতে পরেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
র ম পারভেজ বলেছেন: হুমম!!!
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১
বিজন রয় বলেছেন: যুদ্ধ তবে আসন্ন।