নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জরুরী ভিত্তিতে প্রয়োজন \'\'ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল\'\' গঠন করা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২



অতি সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা, এর আগে হলি অার্টিজান ঘটনাগুলি বাংলাদেশে একটি ''ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল'' থাকার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। কারণ, এরকম জরুরী পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আমাদের পাশের দেশ ভারত এমনকি যে পাকিস্তানকে আমরা তাচ্ছিল্য করি তারাও ''ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল'' গঠন করেছে। আমাদের দেশের সরকার ব্যবস্থার ধরণ অনুযায়ী প্রধানমন্ত্রীকে প্রধান করে এ কমিটি গঠন করা যেতে পারে। আর প্রধানমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণে ''ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার'' পদ সৃষ্টি করা যেতে পারে যে পদে অবসরপ্রাপ্ত দক্ষ, অভিজ্ঞ, জৈষ্ঠ্য সামরিক কর্মকর্তা বা কূটনৈতিককে নিয়োগ প্রদান করা যেতে পারে। এর সাথে বিরোধী দলীয় নেতা ; প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব; তিন বাহিনী প্রধান; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও গোয়েন্দা বাহিনী প্রধানদের এ কমিটিতে অর্ন্তভূক্ত করতে হবে। এ কমিটি নিয়মিত বৈঠক যেমন করবে তেমনি যেকোন জরুরী পরিস্থিতিতে স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রদান করবে। আর ''ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার''-কে এমনভাবে ক্ষমতা প্রদান করতে হবে যাতে যে কোন জরুরী পরিস্থিতিতে তিনি স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

তপোবণ বলেছেন: একমত। ১৭বার মায়ানমারের হেলিকপ্টার আমাদের সীমানার অভ্যন্তরে ঢুকলেও আমাদের কিছু করার থাকেনা। বাংলাদেশের এক মাইলের ভেতরে এসে অপারেশেন চালালেও আমাদের তাৎক্ষনিক কিছু করার থাকেনা। "অতন্ত্রপ্রহরী" বাক্যটি তখন খ্যাক খ্যাক করে হাসে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

র ম পারভেজ বলেছেন: যুগোপযোগী সামরিক ও কূটনৈতিক কৌশলই এ সমস্যার সমাধান।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রস্তাবনা ভাল।

তবে নতুন কিছুর চেয়ে কাজ করতে চাইলে এবং রাজনৈতিক চাপ না থাকলে যে কাজ করা যায় আমরা রৌমারী পাদুয়ায় দেখেছি।

অতন্দ্র প্রহরীকে হাত পা বেঁধে রাজনৈতিক নতজানুতায় নত করে রাখলে কিভাবে কাজ করবে???

তাদের স্বাধীন ভাবে মোকাবেলা করতে দিন- দেশপ্রেমের, দেশ রক্ষার মৌলিক চেতনায় সার্বেভৌমত্বের প্রকৃত অনুভবে....
১৭ বার দূরে থাক স্বপ্নেও সীমা অতিক্রমের স্বপ্ন দেখবে না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

র ম পারভেজ বলেছেন: ''অতন্দ্র প্রহরীকে হাত পা বেঁধে রাজনৈতিক নতজানুতায় নত করে রাখলে কিভাবে কাজ করবে???

তাদের স্বাধীন ভাবে মোকাবেলা করতে দিন- দেশপ্রেমের, দেশ রক্ষার মৌলিক চেতনায় সার্বেভৌমত্বের প্রকৃত অনুভবে....''

সহমত।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

নীল আকাশ বলেছেন: বিডিআর মেরে কেটে সাফ করে ফেলা হয়েছে প্রসকৃপশন অনুসারে। এখন এসব কান্না কাটি করে কি লাভ ? দাদা দের পা টা আরো বেশী করে চাটা উচিৎ । পাছায় লাথি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দাদা রা চিরকালই বেঈমান।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

র ম পারভেজ বলেছেন: দাদারা দাদাদের স্বার্থ দেখবে, আমাদেরকে আমাদের স্বার্থরক্ষা করার কৌশল রপ্ত করতে হবে।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

নীল আকাশ ২০১৬ বলেছেন: দাদাদের লাথি পাছায় খাবার জন্য যা না তাই করছে সরকার। নেতাদের অবস্থা দেখলে মনে হয়ে পাছায়ও বুঝি স্বাদগ্রন্থি আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

র ম পারভেজ বলেছেন: দাদারা দাদাদের স্বার্থ দেখবে, আমাদেরকে আমাদের স্বার্থরক্ষা করার কৌশল রপ্ত করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.