নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
নতুন বছরের প্রথম সকালটিই নষ্ট হলো এক সময়ের পতিত স্বৈরাচার এবং পরবর্তী আমের আচারগণের যোগ্য সহচর লে.জে.হু.মু. এরশাদ সাহেবের সৌজন্যে। ভেবেছিলাম বছরের প্রথমদিন অফিসে সময়মতো প্রবেশ করবো। কিন্তু এরশাদ সাহেবের জাতীয় পার্টির অাজকে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী, সে উপলক্ষ্যে অাইইবিতে মহাসম্মেলন। ফলশ্রুতিতে, শাহবাগে আধঘন্টা বাসে বসে নিরুপায় হয়ে হেঁটে অফিসে আগমন।
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
র ম পারভেজ বলেছেন: অাপনাকেও নতুন বছরের শুভেচ্ছা...:-)
২| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো পৌষ মাস
কারো সর্বনাশ!!
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩
র ম পারভেজ বলেছেন: এদেশে গুটিকয়েকের পৌষ মাস, আর বাকি সকলের সর্বনাশ!!!
৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শনিবারের পাশাপাশি এখন রবিবার ও জ্বালানো শুরু করেছে!
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
র ম পারভেজ বলেছেন: ২০১৮ মনে হয় এভাবেই যাবে, সামনে আছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী (৪ জানুয়ারি), এক পক্ষের গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস, অন্য পক্ষের হত্যা দিবস ( ৫ জানুয়ারি)!!!
৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
আবু সায়েদ বলেছেন: কোথায় অফিস ভাই?
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
র ম পারভেজ বলেছেন: সচিবালয়ে।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন: হয়ত আপনার সারা বছরটাই জেমে কাটবে! এই অপয়া থেকে রক্ষা পেতে গরু ধরে শিন্নি করেন।
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
র ম পারভেজ বলেছেন: ভালো বলেছেন, নতুন বছরের শুভেচ্ছা রইল...:-)
৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন
। শুভসকাল।
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫১
র ম পারভেজ বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা...:-)
৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন একই কারনে আমিও প্রথম দিনই অফিসে লেট করলাম, হ্যাপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩
র ম পারভেজ বলেছেন: যাক একজনকে পেলাম।
নতুন বছরের শুভেচ্ছা...:-)
৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা বছরের প্রথম দিনই জ্যাম। হায় হায় গেছে গেছে গোল্লায় গেছে।
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩
র ম পারভেজ বলেছেন:
৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
প্রািন্ত বলেছেন: ভাই নববর্ষের প্রথম দিনেই স্বৈরাচার দর্শন?? আবার গোসল করে তারপর অফিসে গেছেন তো?
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
র ম পারভেজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা ---