নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
আমার বর্তমান কর্ম-কাবিনের অংশ হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা আয়োজন করতে হয়। দিনব্যাপী কর্মশালাগুলি ঢাকাতেই করা হয়, কিন্তু দুই-তিন দিনের কর্মশালাগুলি সাধারণত ঢাকার বাইরে অাবাসিকভাবে করা হয় যাতে অংশগ্রহণকারীগণ নিরবিচ্ছিন্ন মনোসংযোগ রাখতে পারেন। কিছুদিন আগে এমনই একটি কর্মশালার সুবাদে সিলেট শহরের সন্নিকটে খাদিমনগর জাতীয় উদ্যানে অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্টে অবস্থান করেছিলাম। সেই ভ্রমণের সময় তোলা ছবি দিয়ে এবারের ছবি ব্লগ।
যাত্রা হলো শুরু
পাখির চোখে দেখা নিচের জলাভূমি
সিলেট বিমানবন্দর সড়কের পাশের চা বাগান
রিসোর্টের অভ্যন্তরে পথনির্দেশিকা
টেরেস
ভিলার সম্মুখভাগ
ভিলার পিছনভাগ
কর্মশালার ভেন্যু
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
কাওসার চৌধুরী বলেছেন:
বাসার কাছে হওয়ায় রিসোর্টে বেশ কয়েক বার যাওয়া হয়েছে। শহরের খুব কাছে আর চমৎকার নিরিবিলি পরিবেশে হওয়ায় এটা পর্যটকদের বেশ পছন্দের। সিলেট ঘুরে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আবারো নিমন্ত্রণ রইলো।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সুযোগ পেলে আবারোও সিলেট ভ্রমণে আসবো।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
মাহমুদুর রহমান বলেছেন: তিন নম্বর ছবিটা ভালো লেগেছে।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: নাজিমগড় যাইনি।
ইনশাল্লাহ যাবো।
১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
র ম পারভেজ বলেছেন: ঘুরে আসুন, অবকাশযাপনের জন্য ভালো জায়গা।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !