নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

নারীর সৌন্দর্য তার স্তন ও কোমরের মাপে নয় – নারীর সৌন্দর্য তার আত্মবিশ্বাসে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১



আমার স্ত্রী হাইহিল পায়ে অফিস করে না, মা লিপিস্টিক দিয়ে ঘুরতে বের হন না। এই কারণে তো আমার কখনো মনে হয়নি তারা অসুন্দর। লাক্স সাবান বা রং ফরসাকারী ক্রিম, হাইহিল জুতো কিংবা কড়া লিপিস্টিকে নারীর সৌন্দর্য এই রকম ধারণা যে পোষণ করে আমার কাছে মনে হয় এরা নারীদের অগ্রযাত্রায় প্রধান হুমকি। বাংলাদেশে বহুজাতিক কোম্পানিসহ নানা দেশি প্রতিষ্ঠান-এর রং ফর্সাকারী ক্রিম, লোশন এবং সাবানের জমজমাট বাজার। টেলিভিশন চ্যানেলগুলোর বিজ্ঞাপনের সিংহভাগই দখল করে আছে তাদের বিজ্ঞাপন। তাদের বিজ্ঞাপনে চাকরির সাফল্য, বিয়ে সবকিছু নির্ভর করছে রং ফর্সা হওয়ার ওপর।
প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলি, সুন্দরী প্রতিযোগিতায় স্তনের মাপ, কোমরের মাপ, উচ্চতা দিয়ে মাপা হচ্ছে সৌন্দর্য। এইসব অবমাননাকর মাপের ভিত্তিতে যে নির্বাচিত হবে সেরা সুন্দরী হিসেবে, সে হবে পণ্য-বিপণনের নির্ভরযোগ্য ব্যক্তি, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। সৌন্দর্যের এই ধারণাকে পুঁজি করে পৃথিবীজুড়ে চলছে বিলিয়ন বিলিয়ন টাকার বাণিজ্য। সৌন্দর্যহীনতার হীনম্মন্যতা সৃষ্টির মাধ্যমে বাণিজ্য প্রতিষ্ঠানগুলো নারীকে শেখাচ্ছে নিজের চেহারা কিংবা শরীরকে অপছন্দ করতে। নারীর সৌন্দর্য তার স্তন ও কোমরের মাপে নয়– তার মেধায়, মননে, চিন্তায়, চেতনায় ও আচরণে। নারীর সৌন্দর্য তার আত্মবিশ্বাসে, আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয় সৌন্দর্য। এটি শুধু নারী নয়, পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

আরোগ্য বলেছেন: এ ধরনের বিজ্ঞাপন দেখলে মেজাজ খারাপ হয়ে যায়।
আপনার লেখা পড়ে ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

র ম পারভেজ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

নতুন বলেছেন: প্রকৃতিতে বেশির ভাগ প্রানীর সকল পুরুষই সুন্দর কারন তারা নারীকে আকষ`ন করতে চেস্টা করে। কিন্তু মানুষ জাতির মাঝে এটা আলাদা বানিয়েছে পুরুষেরা তারা নারীদের বুঝিয়েছে যে তাদের রুপচচা করা দরকার পুরুষকে আকষ`ন করতে।


১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫

র ম পারভেজ বলেছেন: আপনার সাথে একমত।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

নীল আকাশ বলেছেন: এইসব বিকৃত এ্যড দিয়ে মেয়েদের মাথা নষ্ট বানিয়ে মডেলিং এ নামিয়ে এদের চরিত্রের বারোটা বাজানোই আসল কাজ।
এইসবই নারীবাদের আসল তকমা!!!!!!!
সোহানী আপুর একটা পোস্ট আছে পড়ে দেখতে পারেন । একই বিষয় নিয়ে।
নতুন ভাই শ্বাশত সত্য কথা বলেছে।

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

র ম পারভেজ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

কামরুননাহার কলি বলেছেন: আপনার লেখাটা আমার ভালো লেগেছে। তবে এসব ক্ষেত্রে আমি সেই সব মেয়েদেরই দোষ দেই। ওদের কারণেরই এরকমটা হচ্ছে। ওদের জন্য অন্য মেয়েদের সম্মান হানি হচ্ছে। তবে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই ধরনের অসভ্যতামি করতে দিতাম না দেশে।

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

র ম পারভেজ বলেছেন: আমার ক্ষমতা থাকলে আমিও এইগুলি বন্ধ করে দিতাম।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: এই বিজ্ঞাপনটা একেবারে ফালতু হয়েছে।
আপনি শিরোণামে আসল কথা বলে দিয়েছেন। নারীর সৌন্দর্য তার আত্মবিশ্বাসে

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: নারীর আসল সৌন্দর্য আত্নবিশ্বাসে। একমত । বাকি বিষয়গুলো দৈহিক সৌন্দর্যের মাপকাঠি মানতে হবে ।

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

ময়না বলেছেন: যেখানে নারীকে পণ্য বানিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানেই বড় বড় নারীবাদী যোদ্ধাগণ বিচারকের আসনে আসীন। হায় সেলুকাস!!!

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

র ম পারভেজ বলেছেন: কি বিচিত্র এ দেশ!!!

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ২ নং কমেন্ট ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.