নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
পর্দার সিক্সপ্যাকওয়ালা ঢিসুম-ঢিসুম নায়ক বা রূপোপজীবিনী নায়িকা –
অথবা, মাঠে গোল করা স্ট্রাইকার বা ছক্কা হাঁকানো ব্যাটসম্যান নয়;
করোনার আশীর্বাদে আমরা বুঝতে পারছি, প্রকৃত সেলিব্রেটি তাঁরা –
যাঁরা জীবন বাঁচাতে সেবায় নিয়োজিত বা নির্ঘুম রাত জেগে গবেষণারত।
শহরময় উঁচু-উঁচু অট্টালিকা, অভিজাত রেস্তোঁরা বা ফ্লাইওভার, মেট্রোরেল –
অথবা, অপ্রতিরোধ্য জিডিপি প্রবৃদ্ধি বা উপঁচে-উঠা ফরেন রিজার্ভ নয়;
করোনার আশীর্বাদে আমরা বুঝতে পারছি, প্রকৃত উন্নয়ন হচ্ছে –
সকল মানুষের অন্ন-বস্ত্রের নিশ্চয়তা বা রোগগ্রস্থের সুচিকিৎসার ব্যবস্থা।
দেশরক্ষার জন্য মিগ, ফ্রিগেট, ট্যাঙ্ক বা আমলার জন্য প্রাডো, টয়োটা –
অথবা, সন্তানের জন্য দুবাই, লন্ডন বা কানাডায় সেকেন্ড হোম নয়;
করোনার আশীর্বাদে আমরা বুঝতে পারছি, প্রকৃত উৎপাদনশীলতা হচ্ছে –
দেশের শিক্ষা, চিকিৎসায় বিনিয়োগ করা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা।
২| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: ইংল্যান্ডে একরাতের মধ্যে ১ লাখ ৭০ হাজার মানুষ ভলান্টিয়ার হবার জন্য সাইন করেছেন!
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৬
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা।