নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
১৯৯৯ সালের দিকে পত্রিকায় খবর এসেছিলো জাবির সোনার ছেলে মানিক নাকি ধর্ষণের সেঞ্চুরি করেছিলো আর তার চ্যালারা সেজন্যে আনন্দ মিছিল করে উদযাপন করেছিলো। আজকে ২০২০ সালে এসে দেখলাম ভিকটিমকে নিয়ে বিধ্বস্ত অবস্থায় তাঁর স্বামী পায়ে হেঁটে এমসি কলেজের ছাত্রাবাসের সামনে অটোরিকশার খোঁজ করছে আর পেছন থেকে উল্লাস করছে সোনার ছেলেরা।
একজন নারী- একজন স্ত্রী, সোনার ছেলেদের দ্বারা পাশবিক অত্যাচারের শিকার হলেন স্বামীর সাথে বেড়াতে গিয়ে। চোখ বন্ধ করুন, একটু কল্পনা করুন - নিপীড়িত মেয়েটির জায়গায় নিজের মেয়ে বা স্ত্রী বা বোনকে ভাবুন। ভাবতে পারছেন? আপনি যা ভাবতে পারছেন না, ছাত্রাবাসে তা ঘটিয়েছে সোনার ছেলেরা। তারা ধর্ষণের সেঞ্চুরি করবে, বেড়াতে গেলে ধর্ষণ করবে; তাদের কিছুই হবে না কারণ তারা সোনার ছেলে। সেঞ্চুরিয়ান মানিকের মতো হয়তো পুরষ্কার-স্বরূপ বিদেশে পাঠিয়ে দেওয়া হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৪
র ম পারভেজ বলেছেন: এর মধ্যে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২০
করুণাধারা বলেছেন: শুধু তো ধর্ষণ করেছে, তনু রূপা নুসরাতের মতো মেরে তো ফেলেনি...
আপনার কি মনে হয় এদের শাস্তি হবে? রাস্তার ভবঘুরে মজনুর ধর্ষণের দায়ে শাস্তি হতে পারে, ক্ষমতাবান কারো কোনো শাস্তি হবে না।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৭
র ম পারভেজ বলেছেন: আমাদের দেশে ন্যায়বিচার পাওয়ার চেয়ে বাঘের দুধ পাওয়া সহজ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৯
আমি সাজিদ বলেছেন: আহা সোনার ছেলেরা।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৮
র ম পারভেজ বলেছেন:
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই মহামারী কালেও মানুষের মনে এতটুকু ভয় নাই। জঘন্য চরিত্র নিয়ে এরা সমাজে বাস করে। এদের বিচার নাই
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫০
র ম পারভেজ বলেছেন: ওদের বিচার করার জন্য যে কার্যকর ব্যবস্থা প্রয়োজন তা আমাদের দেশে অনুপস্থিত।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩
জাহিদ হাসান বলেছেন: ভয়াবহ অপরাধ
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫১
র ম পারভেজ বলেছেন: রাষ্ট্র এবং নাগরিক উভয়ের প্রতি ভয়াবহ অপরাধ।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩
জাহিদ হাসান বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫১
র ম পারভেজ বলেছেন:
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: আমি আশাবাদী। এদের বিচার হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫২
র ম পারভেজ বলেছেন: আমরাও সে আশা করি।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বিচার / শাস্তি না হলে এসব অপরাধ প্রবনতা বাড়তেই থাকবে । এদেরকে জনসম্মুখে বিচার করে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করলে । অপরাধ করার আগে একবার অন্তত চিন্তা করবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৪
র ম পারভেজ বলেছেন: বিদ্যমান কলোনিয়াল সিস্টেমের খোলনলচে পরিবর্তন না করলে বিচার/শাস্তি সম্ভবপর নয়।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
মানিকের ১০০ ধর্ষন খবরটা ঠিক আছে, তবে সেটা মানিকের বক্তব্য।
নিজেকে বড় নেতা ফলাতেই ইনকেলাবের সাংবাদিকের কাছে দম্ভক্তি।
বাস্তবে সে ধর্ষক কি না সেটা প্রমানিত নয়। কোন ভিক্টিম অভিযোগও করে নি, মামলাও করেনি। কিন্তু বিরোধীদের বক্তৃতায় টকশোতে বার বার উঠে আসে।
ক্ষমতাসীন রাষ্ট্রযন্ত্র বর্তমান অপরাধিদের বিন্দুমাত্র প্রশয় দিচ্ছে না
সান্ডা পান্ডারা সুযোগ পেলে বা অর্থের বিনিময়ে হোক যেভাবেই হোক সরকারি দলে ঢুকে পড়ে।
তবে এরা অপরাধ করলে সরকার দ্রুতই ধরে জেলে পাঠায়, পালিয়েও রক্ষা নেই, ধরা পরেই। পুলিশের অনেক বদনাম থাকলেও
তথ্যপ্রযুক্তি মারফত পলাতক খুনি ধর্ষক ধরে আনতে পুলিশ অনেকটাই সফল, প্রায় ১০০% ভাগ সফল। কেউ অস্বীকার করতে পারবে না।
তবে এটা সত্য অপরাধির সমর্থনে সরকারি দলের কেউ আসেনা। অপরাধির পক্ষে কেউই থাকে না। মিছিলও হয় না।
কিন্তু একটা বালপাকনা দলের নেতা কর্মিরা ধর্ষনের মত গুরুতর অপরাধ করলেও তার পক্ষে ধর্ষক রক্ষা পরিষদ গঠিত হয়ে যায়।
ধর্ষককে নিয়ে ধর্ষক পক্ষে মিছিলও শুরু হয়ে যায়।
ধর্ষিতাকে অপবাদ দিয়ে ধর্ষকের হাস্যজ্জল ছবিও ছাপে। শুশীলগণও ধর্ষিতাকে বিন্দুমাত্র সহমর্মিতা না জানিয়ে বেহায়ার মত ধর্ষক গ্যাংদের পক্ষে বক্তব্য দেয়। ধর্ষক পক্ষকে আইনি সহায়তা দিতে চায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৫
র ম পারভেজ বলেছেন: আপনার কমেণ্ট দেখে আমার আরেক হাছানের কথা মনে পড়লো - মাননীয় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০১
তারেক ফাহিম বলেছেন: আমাদের দর্শক ভুমিকা ধর্ষকদের জন্য প্রেরনা
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৭
র ম পারভেজ বলেছেন: সকলকে সোচ্চার না হলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০
ঢাবিয়ান বলেছেন: দোষ আমাদেরই । আমরা বিচার চাই বলে শ্লোগান তুলি। আমাদের মুখ বন্ধ করার জন্য পুলিশ বরাবরই গ্রেফতার করে অপরাধীদের । কিন্ত আজ পর্যন্ত কোন অপরাধীর বিচার কি হতে দেখেছি? বিচার যদি হতে দেখতাম আমরা এই দেশে, তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তিই হত না।
মানূষের এখন বিচার চাই নামক ভন্ডামির রাস্তায় না হেটে উচিৎ গনপিটুনি দিয়ে এই সব অপরাধীদের মেরে ফেলা। তাহলে কিছুটা হলে অবস্থার পরিবর্তন হতে পারে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৯
র ম পারভেজ বলেছেন: আমি বিচারবহির্ভূত যেকোন কিছুর বিরোধী, সিস্টেম ঠিক না করে ক্রসফায়ার-গণপিটুনি দিয়ে অপরাধ দমন সম্ভব নয়।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬
ইফতি সৌরভ বলেছেন: বাইরে যাওয়া বারণ। ঘরে থাকাও নিরাপদ না। এত আইন শৃঙ্খলা বাহিনী তবু কেন আজ সর্বত্র নিরাপত্তাহীনতা!
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০১
র ম পারভেজ বলেছেন: যখন রাজনীতিবিদ-আমলা রাহুগ্রস্থ তখন আইন-শৃঙ্খলা বাহিনী একা কি করবে।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আপনার কমেণ্ট দেখে আমার আরেক হাছানের কথা মনে পড়লো - মাননীয় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজকে সারাদিন ব্লগেই ছিলাম। এটাই সেরা মন্তব্য। অভিনন্দন আপনাকে।
আপনারা এত খারাপ কেন?
সোনার ছেলেদের চেতনার দন্ড না হয় একটূ খাড়াই হয়ে গিয়েছিল। তাই বলে আপনারা এত বড় বড় পোস্ট দেবেন। আপনারা দেশে যুদ্ধ অপরাধীদের বিচার বাঁধা গ্রস্থ করতেই এইসব করছেন। দেশ যেন উন্নয়নের জোয়ারে ভেসে না যায় তাই এসব করছেন। এদের সামান্য বকা দিয়ে দিলেই হবে। এইসব বাদ দিয়ে চেতনার জোয়ারে চলে আসুন। মদ আওরাত রুটি সব মিলে যাবে।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:২৯
র ম পারভেজ বলেছেন: অভিনন্দিত করার জন্য ধন্যবাদ।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯
আমেনা বেগম চৌধুরী বলেছেন: নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আপনার কমেণ্ট দেখে আমার আরেক হাছানের কথা মনে পড়লো - মাননীয় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজকে সারাদিন ব্লগেই ছিলাম। এটাই সেরা মন্তব্য। অভিনন্দন নীল আকাশকে ও পোস্টদাতাকে।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:৩০
র ম পারভেজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৯
উম্মে সায়মা বলেছেন: উফ ভাবলেই গা শিউরে ওঠে। এত নিরাপত্তাহীনতায় বেঁচে থাকা যায়?!!