নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের জোয়ারের পানিতে ভেসে গিয়ে বসনিয়ার জঙ্গলে পড়েছেন কিছু বাংলাদেশী!!!

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৯


দেশ তো সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে!
কেন যে এরা বন-জঙ্গল দিয়ে ইউরোপে যেতে চায়!!
আরে বোকারা এদেশে গাড়ি চালিয়ে শতকোটি টাকার মালিক হওয়া যায়!!!
বুঝতে পেরেছি, এরা উন্নয়নের জোয়ারের পানিতে বসনিয়াতে ভেসে গেছে!!!

বাস্তবতা হচ্ছে আজকের নিচের রিপোর্ট -
বসনিয়ার জঙ্গলে অভিবাসনপ্রত্যাশীর দলে বাংলাদেশিরা

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার জন্য ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়ার একটি বনের মধ্যে অবস্থান করছেন কয়েক শ অভিবাসনপ্রত্যাশী। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশ, পাকিস্তান, মরোক্কো ও আলজিয়ার্সের নাগরিকেরা।

বুধবার সকালে ভেলিকা ক্লাদুসা শহরের কাছে জঙ্গলে ওই অভিবাসনপ্রত্যাশীর দলটির সন্ধান পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে পরিত্যক্ত একটি কারখানা ভবন এবং কার্ডবোড, গাছের ডাল ও পলিথিন দিয়ে বানানো তাঁবুতে আছেন তাঁরা। ঠান্ড থেকে বাঁচতে তাঁরা তাঁবুর আশপাশে আগুন জ্বালিয়ে রাখছেন।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে থাকা বাংলাদশের একজন মোহাম্মদ আবুল। তিনি রয়টার্সকে বলেন, ‘এখানে সমস্যা অনেক। থাকার ঘর নেই, পানি নেই, টয়লেট নেই, কোনো চিকিৎসার ব্যবস্থাও নেই।’
এ সপ্তাহেই স্লোভেনিয়ায় বেশ কিছু বাংলাদেশির আটকের খবর পাওয়া গেছে। তিন দশক আগে যুদ্ধের পর অভিবাসীদের স্বাগতই জানাচ্ছিল বসনিয়া; কিন্তু এখন তাঁদের বোঝা মনে করছে। ইইউ তাদের অভিবাসনসংক্রান্ত নীতিমালা পরিবর্তন করে আরও কঠোর করছে বলে তাড়াহুড়া করে ঢুকতে চাইছেন অভিবাসনপ্রত্যাশীরা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৬

জাহিদ হাসান বলেছেন: =p~ =p~

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭

র ম পারভেজ বলেছেন: ;)

২| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: যারা বলে দেশ উন্নয়নের মহাসড়কে তারা মিথ্যাবাদী। উন্নয়ন যদি হয়েই থাকে দেশের উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে রাজনীতিবিদ এবং তাদের ছত্ররছায়ায় থাকা মানুষজনের।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৮

র ম পারভেজ বলেছেন: মহামান্যদের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন।

৩| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের মতো রাস্তার টোকাই থেকে কেোন দেশের লোক হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেনা।
‍উন্নয়নটা তাদের জন্যই।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩১

র ম পারভেজ বলেছেন: সেলুকাস, কি বিচিত্র এদেশ!!!

৪| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

আমি সাজিদ বলেছেন: ভিডিওটা দেখলাম, খুব খারাপ লাগল।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩২

র ম পারভেজ বলেছেন: :(

৫| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: উন্নয়নের জোয়ার বলা হলেও এগুলি আই ওয়াশ। হয়ত কিছু লোকের কপাল খুলছে। সাধারণ মানুষ কষ্টে আছে তাই তারা যেভাবে পারছে এই দেশ থেকে বের হতে চাচ্ছে।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬

র ম পারভেজ বলেছেন: আমরা উগান্ডাকে নিয়ে ট্রল করি, কিছুদিন পর উগান্ডাতেও দেখা যাবে আমাদের আশ্রয়প্রার্থীদের।

৬| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে শরীরে জৈবক তাড়োনাও বেড়েছে ঢাকা মহানগরীর একজন নেতা চাকরীকে ধর্ষণ করে ধরা পড়েছে । কবে আবার বলে বসে উন্নত হয়েছে বলে ধর্ষণ বেড়েছে কানাডাতেও ধর্ষণ হয়

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬

র ম পারভেজ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.