নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
বসন্তের সকালে আমি যেতে চাই চারুকলার বকুলতলায়,
যেখানে অলস বাতাস বইছে।
হাসতে থাকা বকুলের তলে বসে গতিশীল মেঘ দেখতে।
বিকেলের স্নিগ্ধ রোদে এ্যানেক্স চত্ত্বরের সোনালুতলায় দাঁড়িয়ে,
স্বর্ণালি দিনগুলির রোমন্থন করতে।
সবুজ মাঠে বসে আড্ডা-আলাপচারিতায় হারিয়ে যেতে।
মল চত্ত্বরের কাঠ-ফুল গাছগুলির গন্ধ সুরভিত সন্ধ্যার বাতাসে,
সারাদিনের তাপপ্রবাহ স্তিমিত হয়ে আসে।
বাতাসের নিস্তব্ধতা ভেঙ্গে যায় পাখিদের ঘরে ফেরার ডানা ঝাপটানিতে।
বসন্তের দিনগুলিতে আমি যেতে চাই ক্যাম্পাসে,
যেখানে অলস বাতাস বইছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর।