নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

কর্মচারি নাকি রাজা?

২১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৭


ছবি:অন্তর্জাল

সংবিধান মতে রাষ্ট্রের সরকারি বেতনভোগীগণ কর্মচারি, কিন্তু এই কর্মচারিগণের হাবভাবে এবং কাজে মনে হয় উনারা হচ্ছেন রাজা। জনগণের সাথে তাদের ব্যবহার কেমন তা আমাদের অজানা নয়, এরা এদের অধীনস্তদের সাথে যা করেন তা একমাত্র রাজারাই করেন। নিচের নিউজটি পড়ে দেখুন -

যানজটে আটকা ডিআইজি, ওসিকে প্রত্যাহার!

জরুরি কাজে চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া যান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজারে দীর্ঘ যানজটের কবলে পড়েন তিনি। এ ঘটনার জের ধরে মুরাদনগর থানার ওসি আবুল হাসিম স্ট্যান্ড রিলিজের আদেশ পান। প্রত্যাহারকৃত ওসি আবুল হাসিম বলেন, ডিআইজি স্যার ওই সড়ক পথে সকাল বেলা ব্রাহ্মণবাড়িয়া যাবেন এমন কোনো তথ্য আমার কাছে ছিল না। তাছাড়া এই মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলেন। তারপরও আমি খবর পেয়ে যানজট নিরসনে যাই।

ক্ষমতার অপব্যবহার কি, কতপ্রকার তার নমুনা এই বঙ্গদেশের চেয়ে আর কোথাও ভালো ভাবে দেখা যাবে কিনা সন্দেহ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৪

খাঁজা বাবা বলেছেন: ভাল দৃষ্টান্ত।
এর পরে ডি আই জি সাহেব কোথাও গেলে প্রয়োজনে ৫ লাখ মানুষকে আটকে রেখে হলেও তার রাস্তা ক্লিয়ার রাখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.