নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
আগের পর্ব
পথে-প্রান্তরে (পর্ব-১০): অসলো (১ম কিস্তি)
রাজকীয় প্রাসাদ
১৯ শতকের প্রথমার্ধে রাজার বাসস্থান হিসাবে নির্মিত হয়েছিল প্রাসাদটি। ২০০২ সাল থেকে জনসাধারণের প্রবেশের জন্য এর দ্বার উন্মূক্ত করে দেয়া হয়।
রাজকীয় প্রাসাদ সংলগ্ন বাগান
আখেরশের দুর্গ
পাহাড়ের উপর অবস্থিত এই দুর্গ ১৩ শতকে নির্মিত হয়েছিলো সমুদ্রপথে শত্রুর আক্রমণ থেকে শহরকে নিরাপদ রাখার জন্য।
নরওয়েজিয়ান পার্লামেন্ট
১৮১৪ সালে প্রতিষ্ঠিত নরওয়েজিয়ান পার্লামেন্টটি স্টোর্টিং ভবন নামে পরিচিত।
সিটি হল ভবন
১৯৫০ সালে অসলোর ৯০০তম বার্ষিকী উপলক্ষ্যে ভবনটি নির্মিত হয়। প্রতি বছর সিটি হলে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরষ্কার প্রদান করা হয়।
(চলবে...)
০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৩
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ। আপনার ধারণা সঠিক, ছবিগুলি গ্রাউন্ড লেভেল থেকে তোলা।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪১
শেরজা তপন বলেছেন: দেখা হোল অনেক কিছু। প্রতিটা ছবিই মনে হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে তোলা হয়েছে!!