নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
বৃষ্টির স্পর্শ হৃদয়ে অপূর্ব ছোঁয়া দিয়ে যায়,
মনে পড়ে যেমন আনন্দের মধুর সুর,
আজও জ্বলে উঠে তার প্রেমের আগুন,
যা আবার জাগবে না কখনো পুরানো বিশ্বাসের মতো।
শুধু বৃষ্টি নয় সে ছিল অনুভূতি,
এক কোণে অস্তিত্বের প্রমিত বিশ্বাস,
প্রেমের গানে পরিণত হয়ে গেল তার জীবন,
যা কখনো ভুলে যাবে না অসাধারণ সম্পর্কের আবেগ।
আমি পাশে থাকতে চাই সে আবেগের জন্য,
বৃষ্টিটির সুরে মেঘের রঙে মাতাল আকাশে,
কিন্তু তার পূর্বে ছিল আমার প্রেমের বিশ্বাস,
যা আজও জ্বলে থাকে মনে একটি প্রশ্নের মতো।
বৃষ্টির স্পর্শে স্নিগ্ধতার ছোঁয়া,
একটি মোহনীয় চেতনার আবেগ,
আর এই প্রেমের সুরে ছিল জীবনের উদ্ঘাটন,
যা আর পুনরায় হবে না, তা বুঝি আমি প্রতিশ্রুতির মতো।
০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৭
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৮
র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর