নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

ফেলুদা

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯


ছবি: অন্তর্জাল

ফেলুদা আর তোপসে একদিন ক্যাম্পিং ট্রিপে গেলো। ভালো করে রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে গেলো। কয়েক ঘন্টা পরে, ফেলুদা জেগে ওঠে এবং তোপসকে ধাক্কা দেয়,

"তোপসে, আকাশের দিকে তাকা এবং আমাকে বল কি দেখছিস?"

"আমি লক্ষ লক্ষ তারা দেখছি, ফেলুদা" তোপসে উত্তর দেয়।

"এটি থেকে তুই কি অনুমান করিস?" ফেলুদা আবার জিজ্ঞাসা করে।

তোপসে এক মিনিটের জন্য চিন্তা করে বলে, "আচ্ছা, জ্যোতির্বিদ্যার দিক থেকে, এটা আমাকে বলে যে এখানে লক্ষ লক্ষ ছায়াপথ এবং সম্ভাব্য বিলিয়ন গ্রহ রয়েছে।আবহাওয়াবিদ্যার দিক থেকে, আমি ধারণা করি যে আগামীকাল আমাদের একটি সুন্দর দিন হবে। ধর্মতাত্ত্বিকভাবে, আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং আমরা মহাবিশ্বের একটি ছোট এবং নগণ্য অংশ।"

"এটি তোমাকে কী বলে, ফেলুদা?"

ফেলুদা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, "গাধা, কেউ আমাদের তাঁবু চুরি করেছে!"

(অন্তর্জাল থেকে পরিমার্জিত।)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২

এম ডি মুসা বলেছেন: ভালো লেগেছে

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬

ধুলো মেঘ বলেছেন: ভালো লাগেনি। কারণ চোর কে সেটা বুঝতে পারিনি। আপনি, নাকি সত্যজিৎ রায়!
this link

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫১

র ম পারভেজ বলেছেন: মশাই, ভালো করে পড়ে দেখুন লেখার শেষে নোট দেয়া: (অন্তর্জাল থেকে পরিমার্জিত।)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০২

ধুলো মেঘ বলেছেন: পরিমার্জন করেছেন ভালো কথা, তাই বলে শার্লক হোমসকে ফেলুদা বানিয়ে দিলেন? আমি তো ভেবেছিলাম সত্যজিৎ দা 'দ্যা হাউন্ড অফ বাস্কারভিল' বই থেকে এই গল্প চুরি করেছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

র ম পারভেজ বলেছেন: যাক, নিশ্চিন্ত হলেন তো সত্যজিৎ রায় কোনান ডয়েল থেকে কপি করেন নাই!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: এই এক লেখা বহু মানুষের নামে চলছে।
শারলক হোমস থেকে শুরু করে অনেকের নামে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৮

র ম পারভেজ বলেছেন: তথাস্তু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.