নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

শান্ত উপকূলীয় শহর হুয়া-হিন।

২৮ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৬



গত বছর নভেম্বরে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য থাইল্যান্ডের শান্ত উপকূলীয় শহর হুয়া-হিনে গিয়েছিলাম। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত সেশন থাকার কারণে চারিদিকে ঘোরাঘুরি সম্ভব হয়নি। ক্লান্ত হয়ে হোটেলে ফিরে ফ্রেশ হয়েই আবার রাতে টিম ডিনার করে রুমে গিয়ে ঘুম। তবে হোটেলটি সমুদ্রের ধারে হওয়ায় রুম থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যেত। রুমের বারান্দা আর করিডর থেকে কতগুলি ছবি তুলেছিলাম যেগুলি দিয়ে আজকের ছবি ব্লগ সাজানো।

















থাইল্যান্ড ভ্রমণে গিয়ে হুয়া-হিনে যেতে চাইলে ব্যাংকক থেকে বিভিন্ন অপশন রয়েছে। ব্যাংকক থেকে হুয়া-হিনের দিকে বাস সাউথার্ন বাস টার্মিনাল (সাই তাই মাই) থেকে ছেড়ে যায়। ব্যাংককের হুয়া লামফং রেলওয়ে স্টেশন থেকে হুয়া-হিন রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রায় প্রায় ৩-৪ ঘণ্টা সময় নেয়। এছাড়া ট্যাক্সি অথবা ভ্যান সার্ভিসও খুবই সহজলভ্য হুয়া-হিনে যাওয়ার জন্য।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: সন্ধ্যার ছবি সব সময় সুন্দর!

২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১২

র ম পারভেজ বলেছেন: সহমত পোষণ করছি। মন্তব্যের জন্য ধন্যবাদ!

২| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
ছবি তোলায় আপনাকে আরো মনোযোগী হতে হবে।

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৫

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ, আপনার সাজেশনের জন্য।

৩| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৮

শেরজা তপন বলেছেন: এই শহরের নাম প্রথম শুনলাম। সুমুদ্র আর পাহাড়ে ঘেরা সবুজ শান্ত শহর।

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৭

র ম পারভেজ বলেছেন: থাইল্যান্ডের অন্য জনপ্রিয় ডেস্টিনেশনের মত খুব বেশি পরিচিত না হুয়া-হিন।

৪| ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার, এসব দেখলেই মনটা উচাটন হয়....... ভালোলাগা জানিয়ে গেলাম।

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৮

র ম পারভেজ বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

৫| ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫৫

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: ছবিতে দেখেছি। শুনেছি, থাইল্যান্ড নাকি খুব সুন্দর দেশ! কিন্তু কখনো দেখা হয়নি।

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:১০

র ম পারভেজ বলেছেন: থাইল্যান্ড আসলেই সুন্দর দেশ, বিশেষত আপনি যদি ফি-ফি আইল্যান্ডে যান আপনি অভিভূত হবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.