নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।
২০২৪-২৫ সালের বাজেটে বৈধ আয়ের ওপর কর বাড়িয়ে ৩০% করা হলো। কিন্তু, মজার বিষয় হচ্ছে যদি আপনার কিছু কালো টাকা থাকে, চিন্তা নেই! স্রেফ ১৫% কর দিয়ে তা সাদা করে নিন। এটা এমনই যেন রেস্তোরাঁয় গিয়ে বৈধ আয়কারীরা ১০০ টাকা দিয়ে যা খাবে, কালো টাকার মালিকেরা তার অর্ধেক খরচে পেট পুরবে!
১০ ই জুন, ২০২৪ সকাল ৮:৫৫
র ম পারভেজ বলেছেন: প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো কিছু উনার মন্ত্রী-সচিবগণ করে বলে মনে হয় না।
২| ০৯ ই জুন, ২০২৪ দুপুর ১:৫৫
আহলান বলেছেন: আরে মশাই, যারা বৈধ তারাই অবৈধ । কালো ছাগল আর সাদা ছাগল সব ছাগলের মালিকই একজন। আলাদা কেউ না তো!
১০ ই জুন, ২০২৪ সকাল ৮:৫৬
র ম পারভেজ বলেছেন: মাথার উপর দিয়ে গেলো।
৩| ০৯ ই জুন, ২০২৪ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: বৈধ পথে ইনকাম করে অবৈধ পথে খরচ করতে করতে জীবন নিয়ে টানাটানিতে আছি
১০ ই জুন, ২০২৪ সকাল ৮:৫৭
র ম পারভেজ বলেছেন: দুধ বেঁচে মদ কেনা!
৪| ১০ ই জুন, ২০২৪ সকাল ৯:০৬
নূর আলম হিরণ বলেছেন: ১৫% দিয়ে অবৈধকে বৈধ করলেন, পরের বছর থেকে সেই অবৈধ থেকে আয়ের উপর ৩০% তো দিতে হবে।
আর অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত হওয়াতে এর উপর ইনকাম ট্যাক্স সরকার সবসময় পাবে।
১০ ই জুন, ২০২৪ সকাল ৯:৪১
র ম পারভেজ বলেছেন: ইতিবাচক চিন্তাভাবনা!
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪৩
নাহল তরকারি বলেছেন: প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ চাই।