নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

০৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৭

Enforced Disappearances Were Politically Motivated, Says Commission in Final Report

বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত অপরাধ নয় - বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রাষ্ট্রীয় অপরাধ। এমনই সিদ্ধান্তে পৌঁছেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি, যারা তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। কমিশনের প্রতিবেদনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক

গুমের ব্যাপকতা: মোট ১,৯১৩টি অভিযোগ জমা পড়ে, যাচাই শেষে ১,৫৬৯টি ঘটনাকে গুম হিসেবে নিশ্চিত করা হয়েছে। আরও ২৮৭ জন এখনো নিখোঁজ বা মৃত বলে ধারণা করা হচ্ছে। কমিশনের মতে, প্রকৃত সংখ্যা ৪,০০০–৬,০০০ পর্যন্ত হতে পারে, কারণ বহু পরিবার ভয় বা চাপের কারণে অভিযোগই করেনি।

রাজনৈতিক লক্ষ্যবস্তু: প্রতিবেদন অনুযায়ী, গুমের শিকারদের বড় অংশই ছিলেন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক। ফিরে আসা ও এখনো নিখোঁজদের মধ্যে রাজনৈতিক দলের সদস্যরাই সংখ্যাগরিষ্ঠ।

উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার ইঙ্গিত: কমিশন জানায়, কিছু আলোচিত গুমের ঘটনায় তৎকালীন সরকারপ্রধান ও প্রভাবশালী মন্ত্রীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে - যা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র তুলে ধরে।

এই প্রতিবেদন বাংলাদেশের জন্য একটি নৈতিক ও রাজনৈতিক মোড়বদলের মুহূর্ত। সত্য উদঘাটনের পর এখন প্রয়োজন ন্যায়বিচার, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। গুমের মতো ভয়াবহ অপরাধ যেন আর কখনো রাষ্ট্রীয় নীতির অংশ না হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

আলামিন১০৪ বলেছেন: ... লীগের সমর্থকরা অন্ধ...কতক ডিগবাজি দিলেও ভিতরে মুজিবধর্মে বিশ্বাসী...এই ব্লগেই তার প্রমাণ পাবেন

২| ০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: সসসব দোষ আওয়ামীলীগের। এই তো?
আচ্ছা ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.