নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

পরিবারের আবেদন সত্ত্বেও প্যারোলে মুক্তি প্রত্যাখ্যান: মানবাধিকারের সরাসরি লঙ্ঘন

২৬ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৯

Family’s Parole Plea Rejected Despite Tragedy, ASK Calls It a Direct Violation of Human Rights

স্ত্রী ও মাত্র ৯ মাস বয়সী শিশুসন্তানের মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের আনুষ্ঠানিক আবেদন থাকা সত্ত্বেও যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়া চরম অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা। কেবল কারাফটকে লাশ দেখানোর অনুমতি দেওয়া কোনোভাবেই মানবিক আচরণ হতে পারে না।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) যথার্থভাবেই বলেছে, এটি বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একজন আন্ডার ট্রায়াল প্রিজনার হিসেবে তিনি সংবিধানের অনুচ্ছেদ ২৭, ৩১ ও ৩৫(৫)-এ প্রদত্ত সকল অধিকার ভোগ করেন। তাছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের প্যারোল নীতিমালায় নিকটাত্মীয়ের মৃত্যুর ক্ষেত্রে সীমিত সময়ের জন্য মুক্তির সুযোগ স্পষ্টভাবে উল্লেখ আছে।

এই সিদ্ধান্ত কোন আইন বা বিধির আলোকে নেওয়া হয়েছে - তা জনসমক্ষে পরিষ্কার করা জরুরি। আইনের শাসন মানে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবিক বিবেচনার প্রতিফলন। মানবিকতা কোনো অনুগ্রহ নয়; এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কর্তৃপক্ষের ব্যাখ্যা ও দায় নির্ধারণ এখন সময়ের দাবি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

সৈয়দ কুতুব বলেছেন: সরকার সাদদাম কে জামিন দিয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.