নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
কিছু ক্রোধান্বিত শব্দ/ দরকার বিষণ্ণ এই রাতে
একটা বন্দুক বা ছোরা/ ব্যর্থ যেখানে আঘাত হানতে
সেই গর্বিত হৃদপিণ্ডে/ ত্রিশূলের ফলা হয়ে গেঁথে
কিছুটা অনুশোচনা/ প্রতিদানে উপহার দিতে!
অভিধানে ‘খালি কলসি’!/ শব্দগুলো মদনের তীর!
ছুরির ধারে কাটায়,/ বোমা হয়ে ফাটায় অক্ষম!
বুকের পাথুরে জমি/ লাঙলের মতো চিরে ফেলে
তেমন চকচকে শব্দ/ কোন ভাষাবিদ কি বানান?
২.
যখন তাকাও/ ও চোখ মেলে/ আমার দিকে/ শিউরে উঠি!
যখন হাস/ আমায় দেখে/ বুকে ফোটে/ সূর্যমুখী!
বাঁকিয়ে ও ঠোঁট/ একটু রাগ/ আমার ছোট/ ভুলের পরে
আগুন লাভা/ আমার দেহের/ শিরায় শিরায়/ ছড়িয়ে পড়ে!
আর কিছু নয়/ তোমার ছাঁয়ার/ বাড়িয়ে দেয়া/ হাতটি চুমে,
হাজারটা রাত/ জাগতে পারি/ দেখতে তোমায়/ গভীর ঘুমে!
একটু কথা/ তোমার মুখের/ অবাক হয়ে/ শুনলে আগে,
সব কবিতা/ গল্প ও গান/ অর্থহীন ও/ তিক্ত লাগে!
যে পথ দিয়ে/ লাজুক হাঁট/ হাওয়ায় ভাসা/ পরীর মত
হৃদয় আমার/ ঠিক বিছানো/ লাল গালিচা/ দেখলে না তো!
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৩৩
হুমম্ বলেছেন: ভালো লাগা
+++++++++++++++