নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মদন দা চেনা পথ ছাড়লেও দুর্বোধ্য জিজ্ঞেস করলে বললেন, 'সময়ে ঠিকই বুঝবি' :/ আজব!
[উনি বলেছেন শিরোনাম একাধিক! :p ]
সময় জ্ঞানের বলিহারি যাই ব্যাকুলতার
এভাবে কেউ দেয় অস্থিরতার যন্ত্রনা?
শুধু পাপিয়াই জানে গোলাপ-কাঁটা
কতটা গভীরে বেঁধে তীক্ষ্ন নিপুণতায়
কোথায় হে অদৃষ্ট! রাঁধার অন্তত ভ্রমর ছিল!
ব্যাকুলতার দরবারে হলাহল লজ্জিত কোন
অবনতশির, দণ্ডায়মান প্রজা মাত্র
মহারাজ সেখানে বিরক্তিকর চিত্রকর
সময়-অসময় অহর্নিশি একই ছবি নিরন্তর
রাজকবি মদনের একখানাই ছড়া আওড়ানো...
চিৎকার করে অনুগত দাস হৃদয় চন্দ্রালোকে!
এই আমি চাই, এক্ষুনি চাই, এক্ষুনি চাই তোকে!
স্লোগানে স্লোগানে মুখর মনের সবকটা অলিগলি
যদি পাপ হয়, যত পাপ-ই হোক, এক্ষুনি চাই তোকে!
©somewhere in net ltd.