নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমান
শুষ্ক আমার এই বুক জুড়ে
আজ অভিমান বীজ বোনা
তুমি যদি হও বৃষ্টি মুষল
তবু সেই জলে ভিজব না
আহ্বান
ছড়াতে ছড়াব ভালবাসা দেব
ছড়াতেই নৈবেদ্য
এই বুক পচা ডোবা হতে পারে
তুমি হও তাতে পদ্ম!
আক্ষেপ
কোন এক আলেয়ার বিলীন যেভাবে
আমার ব্যথিত মন হারিয়েছি আমি
আহত আমার হাতে আমিই আসামী
জলে যে আগুন জ্বলে তাকে কে নেভাবে!!!
আকাঙ্ক্ষা
ওরা সব প্রথাগত! হাঁটে শুধু চেনা পথ ধরে!
তোমার আমার ঠিক সেরকম আড় চোখে কেন?
সরাসরি চোখ রাখ দেখ জানালার ওই পারে
কতখানি সীমাহীন আকাশ কতটা নীল মাখা!
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।