![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ কর্তৃপক্ষ
শুভেচ্ছা নিবেন। আমি আহলান ইউজার আইডি তে আপনাদের সাথে সুদীর্ঘ ৫ বছরের বেশী সময় ধরে ছিলাম। কিন্তু কোন টেকনিক্যাল কারণে আমি আমার আহলান ইউজার নামটিতে কোনভাবেই ঢুকতে পারছি না। তাই নতুন করে এই নামে ঢুকতে বাধ্য হলাম। দয়া করে আমার পূর্বের ইউজার আইডিটি চালু করার ব্যবস্থা করলে বাধিত হবো। বার বার পাসওয়ার্ড পরিবর্তন করার লিঙ্ক আমার মেইল আইডি তে প্রেরণ করা হলেও আমি আহলান আইডি পুনরুদ্ধার করতে সক্ষম হইনি। উক্ত আইডি তে আমার অনেকত গুরত্বপূর্ণ পোষ্ট রয়েছে।
তাই দয়া করে আমার আহলান আইডিটি পুনরায় ব্যবহার করার সঠিক নির্দেশনা ব্লগ কৃর্তৃপক্ষের কাছে আশা করছি।
আহলান
২| ২১ শে মে, ২০১৬ দুপুর ১২:০৮
গেম চেঞ্জার বলেছেন: ফিডব্যাকে ইমেইল করেন।
২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
রোয়ানু বলেছেন: সেটাও করেছি, এখনো কোন কাজ হয়নি. ...মনটা খুব খারাপ
৩| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
রোয়ানু বলেছেন:
এখানে ইউজার নেম ও পাস ওয়ার্ড দেয়ার পর বলছে এই কথা
তারপর সেই অনুসারে খোপ পূরণের পর বলছে এই কথা
তারপর বলছে
তারপরে মেইলে পাঠানো লিঙ্কে গিয়ে পাচ্ছি
তারপর পাসওয়ার্ড দিলে আবারো সেই প্রথম কথা ....
আমি কবে কিভাবে আমার আহলান নিক ফিরে পাব? আদৌ পাব কিনা কে জানে? মনটা খুব খারাপ
৪| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: আমি জানি আপনার সমস্যা কি।
২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৪
রোয়ানু বলেছেন: দয়া করে সমাধানটা দিন না ভাই ..!
৫| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: সম্ভবত আহলান নিক যে ইমেইল দিয়ে করেছিলেন সেই একই ইমেইল দিয়ে আরো নিক খুলে ছিলেন। যদি তাই হয় তো সমাধান হবে না।
ভেবে দেখুন।
২৩ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩
রোয়ানু বলেছেন: না, যেই ইমেইল দিয়ে খুলেছিলাম, সেই মেইল অনেক আগেই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ব্যবহার না করতে করতে বাতিল হয়ে গেছে ....
৬| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: তাহলে তো সমস্যা থেকেই গেল।
এনি ওয়ে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৬ সকাল ১১:১৪
রোয়ানু বলেছেন: I dont reach my id
ahlan