| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই সেই মেঘ, আমিই সেই জল।
তুমি হাঁট যে পথে,
যে পথের ধুলো, মাড়িয়ে তুমি চল।
এ ধুলো যে মাটির পৃথিবীর,
আমি হাঁটি সেই পথে,
যে পথের ধুলো মারিয়ে তুমি চল।
আহ বিস্ময় কি সোনা!
কি রোদ্দুর কি জোছনা,
যারা ছায়া করে তোমার;
যে রোদ্দুরে খোলো চুল, পিঠময় আলসেতে,
আধঁখোলা কাঁচা রোদ আঁকে আল্পনা
সে রোদ্দুর আমি ছুঁয়েছি
সে জোছনায় কত হেঁটেছি পথ আনমনে।
যে বাতাসে খোলো ছুল
ফেলো নিঃশ্বাস তোমার সুগন্ধি,
সে বাতাসেই আমার আয়ু প্রতিপলে,
সে বাতাসেই ডাকি তোমায়,
পৌঁছে কিনা তুমি তা জান?
যে মেঘ তোমার আকাশে,
যে জল তোমার সরোবরে,
অহরাত যে তোমায় ডাকে,
আমিই সেই মেঘ,
আমিই সেই জল।
৩৫/৫, লেক সার্কাস, ঢাকা।
২০০২/০১/০১
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭
রবাহূত বলেছেন: বলছেন? সাহস পেলাম! ধন্যবাদ!!
২|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮
বিজন রয় বলেছেন: যে বাতাসে খোলো ছুল
ফেলো নিঃশ্বাস তোমার সুগন্ধি,
সে বাতাসেই আমার আয়ু প্রতিপলে,
সে বাতাসেই ডাকি তোমায়,
পৌঁছে কিনা তুমি তা জান?
অতিব সুন্দর।
++++
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০
রবাহূত বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক সাহস পেলাম! সেই কবে লিখা, প্রেম ট্রেম ছিল আজ যিনি ঘর সংসার সামলাচ্ছেন তাঁর সাথে, সেই নিখাদ অনুভুতিটুকুই লিখা।
৩|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
নেক্সাস বলেছেন: প্রথম দুই স্তবকে শব্দ প্রয়োগে কিছুটা এলোমেলো ত্রুটি আছে।
শেষের দুই স্তবক বেশ সুন্দর। বিশেষ করে শেষ স্তবক দারুন পরিণত।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫
রবাহূত বলেছেন: তাই? অনেক আগে লিখা কোন এডিট করিনি , নিখাদ অনুভুতিগুলিই প্রকাশ করেছি, শব্দর ঘাপলা না ছন্দের? নিঃসঙ্কোচে বলবেন, শিখে নিব। অনেক ধন্যবাদ। কিছুটা তো হচ্ছে, একটু একটু সাহস পাচ্ছি। আবার অনেক ধন্যবাদ!
৪|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬
রবাহূত বলেছেন: ধন্যবাদ ভাই!
৫|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ কবিকে ।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
রবাহূত বলেছেন: ধন্যবাদ দাদা!
৬|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ্। দারুণ লাগল।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২
রবাহূত বলেছেন: ধন্যবাদ হে রাজপুত্র!
৭|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
শিখা রহমান বলেছেন: "যে রোদ্দুরে খোলো চুল, পিঠময় আলসেতে,
আধঁখোলা কাঁচা রোদ আঁকে আল্পনা
সে রোদ্দুর আমি ছুঁয়েছি
সে জোছনায় কত হেঁটেছি পথ আনমনে।"
খুব সুন্দর। কোথায় জানি একটু বিষন্নতার ছোঁয়া আছে...কবিতাটা বিষন্ন সুন্দর বলেই ভালো লেগেছে।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪
রবাহূত বলেছেন: ধন্যবাদ শিখা আপা! ঠিক আমার কোত্থেকে যে এত বিষণ্ণতা আসে? অনেক সাহস পাচ্ছি।
৮|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২
আরাফআহনাফ বলেছেন: "যে মেঘ তোমার আকাশে,
যে জল তোমার সরোবরে,
অহরাত যে তোমায় ডাকে,
আমিই সেই মেঘ,
আমিই সেই জল।"
অসামান্য প্রকাশ, ভালোবাসার কিংবা আবেগে.।
চালিয়ে যান, কবিতার সাথে থাকুন।
শুভ রাত্রি।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৭
রবাহূত বলেছেন: কত বসন্ত পেরিয়ে গেলো কবিতার সাথে, প্রকাশ করবার সাহস এবং সময় ছিল না খুব তবে কবিতার সঙ্গেই আছি। আপনাদের ভালবাসা আর সাহস অনেক প্রেরনা দিচ্ছে। অনেক ধন্যবাদ।
৯|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৪
রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল কবিতা
+++
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৯
রবাহূত বলেছেন: অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:২১
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।